36 C
আবহাওয়া
২:২৩ অপরাহ্ণ - এপ্রিল ৩০, ২০২৪
Bnanews24.com
Home » তারেক রহমান দেশকে অস্থির করতে চায় :নানক

তারেক রহমান দেশকে অস্থির করতে চায় :নানক

তারেক রহমান দেশকে অস্থির করতে চায় : নানক

বিএনএ, জবি: ১৫ আগস্টের মাস্টারপ্ল্যান করেছিল জিয়াউর রহমান আর ২১ আগস্টের মূল পরিকল্পনাকারী তারেক রহমান। তারেক আবারো দেশকে অস্থির করার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, গত পাঁচ দিন আগে ছয় ছাত্রদল নেতার অস্ত্রসহ আটক হয়েছে— এটা তারই প্রমাণ।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে শাখা ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশে আর কখনো অস্থিতিকর পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন নানক।

তিনি বলেন, ‘১৯৭১ সালে পাকিস্তানের পক্ষে যুক্তরাষ্ট্র সপ্তম নৌ বহর পাঠানোর পরও যে শোচনীয় পরাজয় হয়েছে— তা মেনে নিতে না পেরেই ১৫ আগস্ট ঘটানো হয়েছে। পরাজয়ের পরে হেনরী কিসিঞ্জার ও জিয়াউর রহমানসহ পাকিস্তানি এজেন্টরা মিলে এ হত্যাকাণ্ড সংঘটিত করেছে।’

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহার উদ্দিন নাসিম বলেন, ‘তারেক রহমান বিদেশে বসে এত বড় বড় কথা বলেন, পারলে দেশে এসে রাজনীতি করেন। সে সাহস তো আর নেই। তারেক আর কখনো রাজনীতি করবে না বলে দেশ থেকে মুচলেকা দিয়ে পালিয়ে গেছে কিন্তু আবারো সে দেশের রাজনীতিতে বিদেশে বসে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন কিন্তু তাকে আর বাংলার জনগণ এদেশের রাজনীতিতে জায়গা দেবে না।’

বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাজিবুল্লাহর হিরু বলেন, ‘আজকে যারা মানবাধিকারের সবক দিতে আমাদের কাছে আসো তাদের কাছে আমার প্রশ্ন; এদেশে ৭১ সালে এত বড় একটি গণহত্যা হলো তখন তোমাদের মানবাধিকার কোথায় ছিল? ৭৫ এর ১৫ আগস্ট শিশু রাসেলসহ বঙ্গবন্ধুর পরিবারকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদেরকেই তোমরা আশ্রয় প্রদান করেছো। ২১ আগস্ট গ্রেনেড হামলার যে নেতৃত্ব দিয়েছে তাকেই আশ্রয় প্রদান করেছো।’

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন বলেন, ‘প্রধানমন্ত্রী যখন বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের দিকে নিয়ে যাচ্ছে তখনই বিএনপি জামায়াত দেশকে পিছিয়ে নেওয়ার জন্য নানা যড়যন্ত্র করে চলছে। কোনো খুনিকে বাংলাদেশের মানুষ এদেশে রাজনীতি করতে দেবে না।’

অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম ফরজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আক্তার হোসাইনের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দীন আহমেদ।

বিএনএ নিউজ/সাহিদুল,ওজি

Loading


শিরোনাম বিএনএ