32 C
আবহাওয়া
২:০০ পূর্বাহ্ণ - মে ১৮, ২০২৪
Bnanews24.com
Home » গাজা-ইসরা‌য়েল সংঘাত, যুদ্ধ বির‌তির প্রস্তাব

গাজা-ইসরা‌য়েল সংঘাত, যুদ্ধ বির‌তির প্রস্তাব

গাজায় তুমুল যুদ্ধ

‌বিশ্ব ডেস্ক : চলমান গাজা-ইসরা‌য়েল সংঘাতে  হামাস‌কে ৪০ দি‌নের  যুদ্ধ বির‌তির প্রস্তাব দি‌চ্ছে ইসরা‌য়েল। খবর আল জা‌জিরার।

সোমবার( ২৯ এ‌পি্ল) রাফাহ এবং গাজা সিটিতে ইসরায়েলি হামলায় বহু শিশু ও নারীসহ অন্তত ২৭ ফিলিস্তিনি নিহত হয়েছে।

মিশরের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তিনি গাজা যুদ্ধবিরতির নতুন প্রস্তাবের বিষয়ে “আশাবাদী”। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তিনি আশাবাদী হামাস একটি “অসাধারণ উদার” প্রস্তাব গ্রহণ করবে, কারণ যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন এতে ৪০ দিনের যুদ্ধবিরতি অন্তর্ভুক্ত থাকবে।

কট্টরপন্থী ইসরায়েলি মন্ত্রীরা প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিচ্ছেন যদি বন্দীদের বিনিময়ে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি সম্মত হয় তাহলে তার সরকারের পতন ঘটবে।

৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৪,৪৮৮ ফিলিস্তিনি নিহত এবং ৭৭হাজার ৬৪৩ জন আহত হয়েছে।

হামাসের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে সংশোধিত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৩৯, যেখানে কয়েক ডজন লোক এখনও গাজায় বন্দী রয়েছে।

যুদ্ধ‌বির‌তির প্রম্তা‌বের ব‌্যাপা‌রে হামা‌সের কোন প্রতি‌ক্রিয়া পাওয়া যায় নি।

বিএনএ, এস‌জিএন

Loading


শিরোনাম বিএনএ