32 C
আবহাওয়া
১২:২১ পূর্বাহ্ণ - মে ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ‘ভি‌সি-কোষাধ্যক্ষ: হয় অপসারণ, না হয় পদত্যাগ’

‘ভি‌সি-কোষাধ্যক্ষ: হয় অপসারণ, না হয় পদত্যাগ’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

বিএনএ/কুবি:  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের  শিক্ষকবৃন্দের ওপর উপাচার্য, কোষাধ্যক্ষের নেতৃত্বে ‘বহিরাগত সন্ত্রাসীদের দি‌য়ে  হামলা, মারধর এবং শারীরিক ও মানসিক হেনস্থার’ অভিযোগে আজ মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি পাল‌নের  ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

সোমবার (২৯ এপ্রিল) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি‌তে এ তথ‌্য  জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  আজ ৩০ এপ্রিল সকাল সাড়ে ১১ টায় বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন কর্মসূচি পালিত হ‌বে।

এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, ” গতকাল শিক্ষকদের শান্তিপূর্ন কর্মসূচিতে বিভিন্ন মামলার আসামি, বহিরাগত সন্ত্রাসী নিয়ে উপাচার্য নিজেই শিক্ষকদের মারধর ক‌রে‌ছেন। এতে আমাদের ২৩ জন শিক্ষক আহত হয়েছেন। একজন নারী শিক্ষকের গা‌য়ে হাত তু‌লে‌ছে। চিকিৎসা নিতে যাওয়া শিক্ষকদের ওপর হামলা করা হয়েছে। এখন আমাদের দাবী একটাই, হয় সরকার অপসারণ করবেন নাহলে নিজ থেকে উপাচার্য, কোষাধ্যক্ষ পদত্যাগ করবেন।’

তিনি আরো বলেন, ‘ইতোমধ্যেই আমাদের সহকর্মীরা উপাচার্যের সার্বিক অব্যবস্থাপনার জন্য  বিভিন্ন প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করছেন। মানববন্ধন  কর্মসূচিতে শিক্ষকদের উপস্থিতি একান্তভাবে কামনা করছি।’

বিএনএ/আদনান , জিএন

Loading


শিরোনাম বিএনএ