33 C
আবহাওয়া
১০:৫৬ অপরাহ্ণ - মে ১৭, ২০২৪
Bnanews24.com
Home » ঢাবি’র সিনেট সদস্য হলেন যে ৫ এমপি

ঢাবি’র সিনেট সদস্য হলেন যে ৫ এমপি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলার ভর্তি পরীক্ষা শনিবার

ঢাকা : জাতীয় সংসদের স্পিকার ৫ জন সংসদ সদস্যকে ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) সিনেট সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন। গত রোববার (২৮ এপ্রিল) এ সংক্রান্ত বাংলাদেশ সচিবালয়ের মানবসম্পদ শাখা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের নিকট একটি পত্র প্রেরণ করা হয়েছে।

স্পিকার ড শিরীন শারমিন চৌধুরী মনোনীত সিনেট সদস্যরা হলেন- নূরুল ইসলাম নাহিদ, ইকবালুর রহিম, মেহের আফরোজ চুমকি, মাহমুদ হাসান রিপন ও বেনজীর আহমেদ।

সংসদের উপ সচিব মোহাম্মদ মাহবুব জামিলের স্বাক্ষরিত পত্রে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন-১৯৭৩ এর আর্টিকেল ২০ (১) ই ধারা অনুযায়ী স্পিকার এই সংসদ সদস্যদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনয়ন দিলেন।

এসজিএন

Loading


শিরোনাম বিএনএ