33 C
আবহাওয়া
১০:৫০ অপরাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৪
Bnanews24.com
Home » করোনায় প্রাণ গেল ডা. একেএম শামসুজ্জামানের

করোনায় প্রাণ গেল ডা. একেএম শামসুজ্জামানের

করোনায় প্রাণ গেল ডা. একেএম শামসুজ্জামানের

বিএনএ, ঢাকা : ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের প্রথম পরিচালক অধ্যাপক ডা. আবুল খায়ের মোহাম্মদ শামসুজ্জামান করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

শনিবার (২৪ এপ্রিল) সকাল ৭টার দিকে রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে তার মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. ফারুক আহমেদ এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডা. শামসুজ্জামানের ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেটা আর ঠিক হয় নাই। এছাড়া ডায়াবেটিস, প্রেসার, ওবেসিটি ছিল তার।

করোনায় আক্রান্ত হয়ে ১০ এপ্রিল প্রথমে ওই হাসপাতালের কেবিনে ভর্তি হয়েছিলেন তিনি। পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। করোনার সংক্রমণ শুরুর পর থেকে নমুনা পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই প্রতিষ্ঠান।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার (সিডিসি) পরিচালক এবং রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক হিসাবেও দায়িত্ব পালন করেছেন এ চিকিৎসক।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ