33 C
আবহাওয়া
১:১৯ অপরাহ্ণ - জুন ৫, ২০২৩
Bnanews24.com
Home » কুখ্যাত ড্রাগ লর্ড ‘সে চি লোপে’ গ্রেফতার

কুখ্যাত ড্রাগ লর্ড ‘সে চি লোপে’ গ্রেফতার

কুখ্যাত ড্রাগ লর্ড ‘সে চি লোপে’ গ্রেফতার

বিএনএ, বিশ্ব ডেস্ক : বিশ্বের কুখ্যাত ড্রাগ লর্ড বা মাদক সম্রাট সে চি লোপেকে আটক করেছে নেদারল্যান্ডসের পুলিশ। রোববার (২৪ জানুয়ারি) আমস্টারডামের স্কিপোল এয়ারপোর্ট থেকে তাকে আটক করা হয়। চাইনিজ বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক এই মাদক সম্রাটের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

সে চি লোপে বিশ্বের অন্যতম চাঞ্চল্যকর পলাতক তালিকাভুক্ত আসামি।

৫৬ বছর বয়সী সে চি লোপে মেক্সিকোর আলোচিত মাদক সম্রাট এল চ্যাপোর সঙ্গে তুলনা করা হয়। এমনকি তাকে এশিয়ার সবেচেয়ে প্রভাবশালী ড্রাগ লর্ড বলা হয়ে থাকে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, এশিয়াজুড়ে তার রয়েছে ৭০ বিলিয়ন ডলারের আধিপত্য বিস্তারকারী অবৈধ মাদকের বাজার। সে চি লোপ বিশ্বের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকার শীর্ষদের একজন। দীর্ঘদিন গা ঢাকা দিয়ে ছিলেন তিনি। অবশেষে তাকে আমস্টারডামের স্কিপোল এয়ারপোর্ট থেকে আটক করা হয়।

সে চি লোপকে অনেক দিন ধরেই অনুসরণ করে আসছিল অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় পুলিশ (এএফপি)। গ্রেফতার হওয়ার আগে এক দশকেরও বেশি সময় তার পেছনে লেগেছিল অস্ট্রেলিয়ার পুলিশ।

এর আগে অবৈধ মাদক চোরাচালনে অপরাধে ১৯৯০ সালে যুক্তরাষ্ট্রের কারাগারে জেল খাটে দীর্ঘ ৯ বছর।
বিএনএনিউজ/জেবি

Total Viewed and Shared : 17 


শিরোনাম বিএনএ