বিএনএ, বিশ্বডেস্ক : ইসরায়েল আবারো সিরিয়ার রাজধানীর দামেস্কের কাছে হামলা চালিয়েছে। তবে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) রাতে এই হামলা হয়েছে।
ইসরায়েলি গণমাধ্যম দাবি করেছে, সিরিয়ার গুরুত্বপূর্ণ দুটি বিমানবন্দরে অন্তত এক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। সিরিয়া রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, দেশের সামরিক বাহিনী রাজধানীর কাছে রাত ১১ টার দিকে একটি হামলার জবাব দিয়েছে।
সিরিয়ার সামরিক বাহিনী বলেছে, বিমান প্রতিরক্ষায় ইউনিটের বিশেষ দক্ষতায় প্রায় সব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়।
বিএনএনিউজ/এইচ.এম।
Total Viewed and Shared : 181