30 C
আবহাওয়া
৫:১৪ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১৩, ২০২৪
Bnanews24.com
Home » হায়দরাবাদকে হারিয়ে টপে দিল্লি

হায়দরাবাদকে হারিয়ে টপে দিল্লি

হায়দরাবাদকে হারিয়ে টপে দিল্লি

বিএনএ,স্পোর্টসডেস্ক : আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়েছে দিল্লি ক্যাপিটাল । বুধবার ( ২২ সেপ্টেম্বর)দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়েছে ।
আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রানের লক্ষ্য ছুড়ে দেয় দিল্লিকে । জবাবে ১৭ ওভারে ৫ বলে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় রিশাভ পান্তের দল।
শুরুটা ভালো হয়নি দিল্লির । পৃথ্বি শো ১১ রান করে আউট হয় খালিলের বল্।দলীয় রান তখন ২ ওভার ৫ বলে ২০ । এরপর শেয়ার্স আয়ার নেমে সঙ্গ দেন শেখর ধাওয়ানকে । তারা দুজনে শুরুর ধাক্কাটা ভালোভাবে সামাল দেন। এগারতম বল করতে আসা রশীদ খান ফেরান ৩৭ বলে ৪২ রান করা শেখরকে।ভাঙ্গে ৫২ রানের জুটি। এরপর পান্ত নেমে চড়া হয়ে খেলতে থাকে।আটারতম ওভার করতে আসা হোল্ডারের পঞ্চম বলে ছক্কা হাকিয়ে জয় নিশ্চিত করে দিল্লি অধিনায়ক রিশাভ পান্ত।

শ্রেয়ার্স অপরাজিত থাকে ৪১ বলে ৪৭ রানে ও পান্ত অপরাজিত থাকে ২১ বলে ৩৫ রান করে।

বিএনএ/এমএসম

Loading


শিরোনাম বিএনএ
আমি খুব কাছাকাছিই আছি, যাতে চট করে ঢুকে পড়তে পারি-শেখ হাসিনা জয়ন্ত কুমার হত্যায় বিএসএফ এর দু:খ প্রকাশ, গুলি না চালানোর প্রতিশ্রুতি আন্তর্জাতিক বাজার: তেলের দাম তিন বছরে সর্বনিম্ন আগামী একশ’ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের রাজধানীতে বোমা তৈরির সরঞ্জামসহ দুই জঙ্গি গ্রেপ্তার অতীতের পচা থেকে একটা নতুন বাংলাদেশের সৃষ্টি করতে চাই-ড. ইউনূস রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়লেন প্রবাসী চট্টগ্রাম এডভোকেটস্ ক্লার্ক এসোসিয়েশনের নেতৃত্বে শামসুল-রিপন সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান ৭ দিনের রিমান্ডে কর্ণফুলীতে পিতা খুনের ঘটনায় ২ ছেলে গ্রেপ্তার