30 C
আবহাওয়া
১১:৪৬ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ভারত আর চীনের টিকার ট্রায়াল হতে পারে বাংলাদেশে

ভারত আর চীনের টিকার ট্রায়াল হতে পারে বাংলাদেশে

ভারত আর চীনের টিকার ট্রায়াল হতে পারে বাংলাদেশে

বিএনএ, ঢাকা : ভারত বায়োটেকের ‘কোভ্যাক্সিন’ এবং চীনের ‘আনুই জেফাই’ টিকার ট্রায়াল হতে পারে বাংলাদেশে৷ দুটি প্রস্তাবই বিবেচনা করা হচ্ছে৷ ট্রায়াল সফল হলে দুটি টিকাই স্থানীয় চাহিদা অনুযায়ী বাংলাদেশে উৎপাদন করা হতে পারে৷

ভারত বায়োটেক

বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের পরিচালক মাহমুদ উজ জাহান জানান, ভারত বায়েটেকের ‘কোভ্যাক্স’ টিকার বাংলাদেশে ট্রায়ালের একটা আবেদন তারা পেয়েছেন৷ এখন এথিকস কমিটি আবেদনটি পরীক্ষা করে দেখছে৷

তিনি বলেন, ‘‘আমরা এথিক্যাল অনুমোদনের কাজটি করি৷ আর সেজন্য তাদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আর যা যা প্রয়োজন তার পরীক্ষা করা হচ্ছে৷ এই কাজে ঠিক কতদিন লাগবে তা এখন বলা যাচ্ছে না৷’’

বাংলাদেশে ভারত বায়োটেকের পক্ষে ঠিক কারা এই আবেদন করেছেন তা তিনি জানাননি৷ তবে খোঁজ নিয়ে জানা গেছে, আইসিডিডিআর,বি তাদের পক্ষে আবেদন করেছে৷ গত বছর তারা চীনের ‘সিনোভ্যাক্স’ ট্রায়ালের জন্যও আবেদন করেছিল৷ চূড়ান্ত অনুমোদন পেলেও স্বাস্থ্য মন্ত্রণালয় তা স্থগিত করে দেয়৷ তিন মাস পরে অবশ্য অনুমতি দিলেও চীন টাকা চাওয়ায় আর ট্রায়াল হয়নি৷

আইসিডিডিআর,বি -র একজন কর্মকর্তা জানান, তারা প্রটোকলটি জমা দিয়েছেন ভারত বায়োটেকের পক্ষে৷ তবে বাকি বিষয়গুলো এখানো চূড়ান্ত নয়৷ অনুমোদন পেলে স্থানীয় চাহিদা মেটাতে বাংলাদেশে উৎপাদন করা যেতে পারে৷ কিন্তু রপ্তানি করা যাবে না৷ কারণ, বাংলাদেশে উৎপাদিত কোনো ধরনের টিকা ডাব্লিউএইচও এখনো অনুমোদন দেয়নি৷ তিনি উদাহরণ দিয়ে বলেন, বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান কলেরার টিকা উৎপাদন করে, কিন্তু রপ্তানি করতে পারে না৷

ভারতের ‘কোভ্যাক্সিন’ সেখানে সীমিত আকারে ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে তৃতীয় ধাপের হিউম্যান ট্রায়াল ছাড়াই৷ বাংলাদেশে এখন তারা তৃতীয় ধাপের হিউম্যান ট্রায়াল করতে চায়৷

এদিকে চীনের আনুই জিফেই লংকম বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি লিমিটেড তাদের উৎপাদিত করোনা টিকার তৃতীয় ধাপের হিউম্যান ট্রায়াল করতে চায় বাংলাদেশ৷ সরকারের নীতিগত অনুমোদন পাওয়ার পর তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এর সাথে কাজ করছে৷ চীনা প্রতিষ্ঠানটির প্রধান আলোচনা চূড়ান্ত করতে দু-একদিনের মধ্যে ঢাকা আসতে পারেন৷

বিএসএমএমইউ-এর উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘‘আমরা তাদের ভ্যাকসিন এখানে ট্রায়ালে সম্মত হয়েছি৷ এখন ওদের কাছ থেকে আমরা বিভিন্ন তথ্য নিয়ে প্রটোকল তৈরির চেষ্টা করছি৷ চূড়ান্ত পর্যায়ে যেতে কত দিন লাগবে তা বলা যাচ্ছে না৷ সপ্তাহখানেক পর আমরা হয়তো কিছু বলতে পারবো৷

তিনি জানান, কিছু ভ্যাকসিন উপহার হিসেবে দেয়ার পাশাপাশি আরো কিছু প্রস্তাব দেয়া হয়েছে৷ এখানে ভ্যাকসিন তৈরির একটি প্ল্যান্টও করতে চেয়েছে৷

তবে সব কিছুর পর ঔষধ প্রশাসন অধিদপ্তর চূড়ান্ত অনুমোদন দিলেই কেবল টিকার হিউম্যান ট্রায়াল শুরু করা যাবে৷

ভারত সরকারের কাছ থেকে বাংলাদেশ এরইমধ্যে অক্সফোর্ডের ২০ লাখ ডোজ ভ্যাকসিন উপহার হিসেবে পেয়েছে৷ ভারতের সেরাম ইনস্টিটিট চুক্তি মতো অক্সফোর্ডের আরো তিন কোটি ডোজ ভ্যাকসিনের প্রথম চালান ৫০ লাখ এ মাসের মধ্যেই পাঠাবে৷ ফেব্রুয়ারি মাসে টিকা দেয়া শুরু হওয়ার কথা৷ তবে এই মাসেই স্বল্প পরিসরে ভ্যাকসিন দেয়া শুরু করার পরিকল্পনা আছে৷

করোনা সংক্রান্ত জাতীয় টেকনিক্যাল কমিটির সদস্য এবং বিএসএমএমইউ’র সাবেক উপাচার্য, ভাইরোলজিস্ট অধ্যাপক ডা. নজরুল ইসলাম মনে করেন, ‘‘ভারত ও চীনের নতুন কোম্পানির টিকার ট্রায়াল এখানে হলে তাতে বাংলাদেশের মানুষের সুবিধাই হবে৷ যদি ট্রায়াল সফল হয় তাহলে আমরা ব্যবহার করতে পারবো৷’’

তবে তিনি বলেন, ‘‘সিনোভ্যাক্সের ট্রায়াল যদি উদ্দেশ্যমূলভাবে আটকে দেয়া না হতো, তাহলে বাংলাদেশের মানুষ অনেক কম দামে এরইমধ্যে টিকা পেতো৷’’

তার মতে, বাংলাদেশে এখন টিকার প্রস্তুতি ভালোই বলা যায়৷ তবে কিছু মানুষ এই টিকা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে৷ মানুষের মধ্যে ভয় ছড়াচ্ছে, এটা ঠিক না৷ যে-কোনো টিকা নিতে গেলে কিছু জটিলতা হয়৷ সাধারণ মানুষকে সেটা বুঝাতে হবে৷ (ডয়চে ভেলে)

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ