24 C
আবহাওয়া
১১:১৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১০, ২০২৫
Bnanews24.com
Home » বলিউডের অভিনেতা আসরানি আর নেই

বলিউডের অভিনেতা আসরানি আর নেই


বিএনএ ডেস্ক : বলিউডের কিংবদন্তী কৌতুক অভিনেতা আসরানি আর নেই।  সোমবার (২০ অক্টোবর) বিকেলে তিনি মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গোবর্ধন আসরানি, যিনি দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে বলিউডের  এক অবিচ্ছেদ্য অংশ হয়ে ছিলেন।

সংবাদ সংস্থা এএনআই জানায়, সোমবার বিকেল ৪টায় মুম্বাইয়ের আরোগ্যনিধি হাসপাতালে তার মৃত্যু হয়। তার ম্যানেজার বাবুভাই থিবানি জানিয়েছেন, অনেক দিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন আসরানি। তিনি তাঁর স্ত্রী মঞ্জুকে নির্দেশ দিয়ে গিয়েছেন, তাঁর শেষকৃত্যে যেন প্রচুর মানুষ ভিড় না করেন। অভিনেতার শেষ ইচ্ছাকে সম্মান জানিয়েই ঘনিষ্ঠ আত্মীয় ও পরিজনের উপস্থিতিতে মঙ্গলবার মুম্বাইয়ে শেষকৃত্য সম্পন্ন হবে।

দীর্ঘ সফল ক্যারিয়ারে আসরানি ছিলেন হিন্দি সিনেমার সবচেয়ে প্রিয় মুখগুলোর একজন। নিখুঁত টাইমিং ও অসাধারণ উপস্থিতির জন্য তিনি পরিচিত ছিলেন। পাঁচ দশকে তিনি ৩৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন।

তিনি ১৯৬০-এর দশকে অভিনয় জীবন শুরু করেন এবং ১৯৭০-এর দশকে পৌঁছে যান ক্যারিয়ারের শিখরে, যখন তিনি বলিউডের সবচেয়ে নির্ভরযোগ্য চরিত্রাভিনেতাদের একজন হয়ে ওঠেন।

তার সবচেয়ে আইকনিক চরিত্র ছিল ১৯৭৫ সালের ক্লাসিক শোলে সিনেমায় অদ্ভুত স্বভাবের জেলওয়ার্ডেন হিসেবে, যা আজও ভারতীয় পপ সংস্কৃতির অংশ হিসেবে বেঁচে আছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ