27 C
আবহাওয়া
১০:১৯ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৫
Bnanews24.com
Home » শাপলা প্রতীক চেয়ে ফের আবেদন করেছে এনসিপি

শাপলা প্রতীক চেয়ে ফের আবেদন করেছে এনসিপি


বিএনএ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কে শাপলা প্রতীকের বিকল্প বেছে নিতে রোববার (১৯ অক্টোবর) পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল নির্বাচন কমিশন। শেষদিন শাপলা প্রতীক চেয়ে ফের আবেদন করেছে এনসিপি। এই আবেদনের প্রেক্ষিতে এনসিপির পছন্দের প্রতীক শাপলা নিয়ে আবারও পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

শিগগির নির্বাচন কমিশন আইন-বিধি পর্যালোচনা করে এনসিপির প্রতীকের বিষয়টি নিষ্পত্তি করবে। সোমবার (২০ অক্টোবর) নির্বাচন কমিশন এসব তথ্য জানিয়েছে।

কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, আমরা এনসিপিকে ৫০টি প্রতীক থেকে বাছাই করে জানাতে ১৯ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছিলাম। শেষদিন দলটির একটি প্রতিনিধিদল এসে ফের শাপলা চেয়ে আবেদন জানিয়েছে।

তিনি বলেন, এনসিপির পুনঃআবেদনের প্রেক্ষিতে বিষয়টি আবার কমিশনের কাছে তোলা হবে। কমিশন সিদ্ধান্ত দেবে কোন প্রতীক দেওয়া হবে তাদের।

যেসব প্রতীক থেকে এনসিপিকে তাদের প্রতীক পছন্দ করতে বলা হয়েছে সেগুলো হলো- আলমিরা, খাট, উটপাখি, ঘুড়ি, কাপ-পিরিচ, চশমা, দালান, বেগুন, চার্জার লাইট, কম্পিউটার, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, টেলিফোন, ফ্রিজ, তবলা, বক, মোরগ, কলম, তরমুজ, বাঁশি, লাউ, কলস, চিংড়ি, থালা, বেঞ্চ, লিচু, দোলনা, প্রজাপতি, বেলুন, ফুটবল, ফুলের টব, মোড়া, বালতি, কলা, বৈদ্যুতিক পাখা, মগ, মাইক, ময়ূর, মোবাইল ফোন, শঙ্খ, সেলাই মেশিন, সোফা, স্যুটকেস, হরিণ, হাঁস ও হেলিকপ্টার।

রোববার সকালে নির্বাচন কমিশনে এসে এনসিপি নেতারা বলেন, কোনো ধরনের চাপিয়ে দেওয়া প্রতীক তারা নেবে না। শাপলা প্রতীকের বিষয়ে অনড় অবস্থানের কথা তুলে ধরে ইসির চিঠির জবাব দিয়েছে দলটি।

 

বিএনএ/শাম্মী

 

 

 

 

 

Loading


শিরোনাম বিএনএ