26 C
আবহাওয়া
৫:২৩ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » অটোরিকশাচালক থেকে অভিনেতা

অটোরিকশাচালক থেকে অভিনেতা


বিএনএ ডেস্ক:পেশায় অটোরিকশাচালক সুজিত শিবম। কিন্তু মনের মধ্যে সবসময়ই অভিনেতা হওয়ার ইচ্ছা ছিল তার। অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে। বড় পর্দায় দেখা যাবে তাকে।

অভিনয়ের ইচ্ছা থাকলেও আর্থিক দূরাবস্থার কারণে অটোরিকশা চালাতে শুরু করেন সুজিত। তবে নিজের স্বপ্ন থেকে কখনো দূরে সরে যাননি। বিভিন্ন ভিডিও শেয়ারিং অ্যাপে ছোট ছোট ক্লিপ তৈরি করতেন। অন্যরা যখন তার ভিডিও পছন্দ করেন আরো উৎসাহ পান তিনি। অটোরিকশা চালানোর ফাঁকে এই ভিডিও তৈরি করেই অভিনয়ের নেশা মেটাতেন সুজিত।

এদিকে একদিন সুজিতের বন্ধু সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ভিডিও পোস্ট করেন। সেটি মালায়ালাম পরিচালক জিবু জ্যাকবের এক সহকারীর নজরে আসে। এরপর সুজিতকে অডিশনের জন্য ডাকা হয়। পরবর্তী সময়ে তাকে সিনেমায় অভিনয়ের সুযোগ দেওয়া হয়।

‘বেলিমুঙ্গা’, ‘মুন্তিরিবালিকাল থালিরকুম্বল’ প্রভৃতি সিনেমা নির্মাণ করেছেন জিবু জ্যাকব। তার ‘ইলাম শেরিয়াকুম’ সিনেমায় অভিনয় করছেন সুজিত। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আসিফ আলী ও রাজিশা বিজয়ন। সিনেমাটিতে একজন কলেজ শিক্ষার্থীর চরিত্রে দেখা যাবে সুজিতকে। রাজিশার সঙ্গে তার কয়েকটি দৃশ্য রয়েছে।

Loading


শিরোনাম বিএনএ