37 C
আবহাওয়া
৯:৩৩ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » নোয়াখালীতে গুলিবিদ্ধ সাংবাদিকের মৃত্যু

নোয়াখালীতে গুলিবিদ্ধ সাংবাদিকের মৃত্যু


বিএনএ, ঢাকা : নোয়াখালীতে গুলিবিদ্ধ সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির (২৫) ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার রাত ১১ টার দিকে তিনি মারা যান। এর আগে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন।

শুক্রবার দিবাগত রাতে তাকে নোয়াখালি থেকে ঢাকায় নিয়ে আসা হয়। আইসিইউর ১৭ নম্বর বেডে তিনি চিকিৎসাধীন ছিলেন। তার অবস্থা গুরুতর ছিল বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। বোরহান দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বলেন, রাত ১১টার দিকে বোরহান উদ্দিন মারা যান। তার মরদেহ মর্গে রাখা হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, বোরহান উদ্দিনের গলায় গুলি লেগেছিল। তার অবস্থা ক্রিটিক্যাল ছিল, আইসিইউর ১৭ নম্বর বেডে ছিলেন তি‌নি। সেখানেই তার মৃত্যু হয়।

বোরহান উদ্দিনের বড় ভাই মো. নুর উদ্দিন জানান, শুক্রবার রাত থেকেই সে আইসিইউতে ছিল। মৃত্যুর আগ পযন্ত তার জ্ঞান ফিরে‌নি।

উল্লেখ্য, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট কাঁচাবাজারে গত শুক্রবার বিকেলে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে সংবাদকর্মীসহ চার জন গুলিবিদ্ধ হয়। সংঘর্ষে অন্তত ৩৫ জনের আহত হওয়ার তথ্য পাওয়া যায়।

বিএনএনিউজ/ এসকেকে/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ