17 C
আবহাওয়া
৮:৪৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » গত ২৪ ঘণ্টায় করোনায় ৩৮ জনের প্রাণহানি

গত ২৪ ঘণ্টায় করোনায় ৩৮ জনের প্রাণহানি

প্রাণহানি

বিশ্ব ডেস্ক:  গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৩৮ জনের প্রাণ প্রদীপ নিভে গিয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ২৮০জনে। তাছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৫৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৫ লাখ ৭১৩ জন।

রোববার (২০ ডিসেম্বর) করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সবশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯২৬ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৩৭ হাজার ৫২৭ জন।

এর আগে শনিবার (২০ ডিসেম্বর) দেশে আরও ১ হাজার ২৬৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ২৫ জন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (২০ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ কোটি ৬৬ লাখ ২০ হাজার ১৩৭ জন এবং মৃত্যু হয়েছে ১৬ লাখ ৯১ হাজার ৭৭২ জনের। সুস্থ হয়েছেন ৫ কোটি ৩৭ লাখ ৪৭ হাজার ১৫১ জন। সংগৃহীত

Loading


শিরোনাম বিএনএ