24 C
আবহাওয়া
১০:১৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১০, ২০২৫
Bnanews24.com
Home » ১ নভেম্বর খুলে দেওয়া হবে সেন্টমার্টিন দ্বীপ

১ নভেম্বর খুলে দেওয়া হবে সেন্টমার্টিন দ্বীপ


বিএনএ, ডেস্ক : ‘আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য সেন্টমার্টিন দ্বীপ খুলে দেওয়া হবে। তবে সেখানে রাত যাপন চালুর বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।এ বিষয়ে পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে’

রোববার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিবেশ ও বনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ কথা জানান।

গত ৯ মাস ধরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে সেন্টমার্টিনে পর্যটক প্রবেশ বন্ধ ছিল। জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে নেওয়া এই সিদ্ধান্তের কারণে দ্বীপের পর্যটন ব্যবসা একপ্রকার স্থবির হয়ে পড়ে। বন্ধ ছিল পর্যটকবাহী জাহাজ চলাচলও।

সরকারি সূত্রে জানা গেছে, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং দ্বীপের ক্ষতিগ্রস্ত প্রতিবেশ পুনরুদ্ধারের লক্ষ্যে এই সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। একই সঙ্গে ভবিষ্যতে সেন্টমার্টিনকে স্থানীয় জনগণভিত্তিক টেকসই পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও নেওয়া হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ