29 C
আবহাওয়া
১:৫৯ অপরাহ্ণ - অক্টোবর ৪, ২০২৩
Bnanews24.com
Home » সিঙ্গাপুরে সুস্থ আছেন ওবায়দুল কাদের

সিঙ্গাপুরে সুস্থ আছেন ওবায়দুল কাদের

কাদের

বিএনএ, ঢাকা:  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। তার শরীরে আর জ্বর নেই। কাশিও কমে এসেছে।

রোববার (১৭ সেপ্টেম্বর)  সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে অবস্থানরত ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “সেতুমন্ত্রীর শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভাল। উনি সুস্থ আছেন। সিঙ্গাপুরে রওয়ানা হওয়ার সময় তার শরীরে বেশ জ্বর ও কাশি ছিল। তবে এখন আর জ্বর নেই। কিন্তু হালকা কাশি আছে। চিকিৎসকরা জানিয়েছেন দু-একদিনের মধ্যেই  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পুরোপুরি সুস্থ হবেন।”

এর আগে গতকাল শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৪ ফ্লাইটে সকাল সাড়ে ৮টায় তিনি ঢাকা ছেড়েছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২ মার্চ শ্বাসকষ্ট শুরু হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ওবায়দুল কাদের। সেখানে দ্রুত এনজিওগ্রাম করার পর তার হৃদপিণ্ডের রক্তনালিতে তিনটি ব্লক ধরা পড়ে। ভারতের বিখ্যাত চিকিৎসক দেবী শেঠি ঢাকায় এসে ওবায়দুল কাদেরকে দেখার পর সিঙ্গাপুরে যাওয়ার পরামর্শ দেন।

বিএনএ/এমএফ

Total Viewed and Shared : 19,124 


শিরোনাম বিএনএ