31 C
আবহাওয়া
২:২৭ পূর্বাহ্ণ - এপ্রিল ২৭, ২০২৪
Bnanews24.com
Home » জামিন পেলেন পশ্চিমবঙ্গের সেই ৪ নেতা

জামিন পেলেন পশ্চিমবঙ্গের সেই ৪ নেতা

জামিন পেলেন ফিরহাদ হাকিমসহ পশ্চিমবঙ্গের সেই ৪ নেতা

বিএনএ ডেস্ক : নারদ হত্যা মামলায় গ্রেফতার হওয়া ভারতের পম্চিম বঙ্গের সাবেক ও বর্তমান ৪ মন্ত্রীকে জামিন দিয়েছে কলকাতা নগর দায়রা আদালতের বিশেষ আদালত।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, সোমবার সকালে তাদের গ্রেফতারের পর দুপুরে ভার্চুয়াল মাধ্যমে চারজনকে আদালতে পেশ করেন তদন্তকারীরা।। তখনই আদালত সিবিআইকে কঠিন প্রশ্নের মুখোমুখি করে। আদালতের প্রশ্ন- তদন্ত শেষ হয়ে গেলে কেন অভিযুক্তদের জেল হেফাজতে পাঠানোর দরকার?

এর সদুত্তর দিতে পারেনি সিবিআই। যার ফলে বিকালে বর্তমান দুই মন্ত্রী ও সাবেক দুই মন্ত্রীর জামিন মঞ্জুর করে আদালত।খবরে বলা হয়, প্রাথমিকভাবে সুব্রত মুখোপাধ্যায়ের আইনজীবী জানিয়েছেন, সম্ভবত ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন চারজন। পুরো রায়ের কপি পেলে পুরো বিষয়টা বলা যাবে।

,উল্লেখ্য, সোমবার সকালে গ্রেফতার করা হয়েছিল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও কলকাতা পৌরসভার পৌরপ্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম, মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে। সেইসাথে গ্রেফতার করা হয় কামারহাটির বিধায়ক মদন মিত্র এবং কলকাতা পৌরসভার সাবেক মেয়র শোভন চট্টোপাধ্যায়কেও।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ