31 C
আবহাওয়া
১:০৮ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ইসরায়েলের বহু ওয়েবসাইট হ্যাক করল  ‘মুসার লাঠি’

ইসরায়েলের বহু ওয়েবসাইট হ্যাক করল  ‘মুসার লাঠি’


বিএনএ, বিশ্বডেস্ক : মুসার লাঠি নামে একটি হ্যাকার গ্রুপ ঘোষণা করেছে যে, তারা সফলভাবে ইহুদিবাদী ইসরায়েলের ওপরে বড়রকমের সাইবার হামলা চালিয়েছে। সংগঠনটি বলেছে, তারা ইসরায়েলের বড় বড় কোম্পানির সার্ভার ভেঙে দিয়েছে এবং বর্তমানে তাদের হাতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনার তথ্যচিত্র রয়েছে যা প্রকাশ করা হতে পারে।

মুসার লাঠি গ্রুপটি সোমবার (১৫ নভেম্বর) জানিয়েছে, তারা ইসরায়েলের বহুসংখ্যক প্রতিষ্ঠানকে লক্ষ্য করে সাইবার হামলা চালিয়েছে এবং অনেক গুরুত্বপূর্ণ স্থাপনার তথ্য তারা হাতিয়ে নিয়েছে। এরমধ্যে ইসরায়েল জুড়ে তাদের মৌলিক সিস্টেমগুলোর অবস্থান ও বৈশিষ্ট্য সম্পর্কে তথ্যচিত্র রয়েছে।

মুসার লাঠি জানিয়েছে, তাদের হাতে ইসরায়েলের এয়ারবোর্ন ম্যাপিং সার্ভের তথ্য চলে এসেছে এবং ইহুদিবাদী ইসরায়েলের সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ ভবনের থ্রিডি ছবি রয়েছে।

মুসার লাঠি আরো বলেছে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে যেসব স্থাপনার এরিয়াল ইমেজ পাওয়া কঠিন, তাদের হাতে এখন ইসরায়েলের সেসব গুরুত্বপূর্ণ তথ্যও এসে পৌঁছেছে। (পার্সটুডে)

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ