27 C
আবহাওয়া
১০:৪৩ অপরাহ্ণ - মার্চ ২৮, ২০২৪
Bnanews24.com
Home » চিরনিদ্রায় শায়িত প্রফেসর মাসুদা এমপি

চিরনিদ্রায় শায়িত প্রফেসর মাসুদা এমপি

চিরনিদ্রায় শায়িত প্রফেসর মাসুদা এমপি

বিএনএ, চট্টগ্রাম :  চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজার এর দায়িত্ব প্রাপ্ত সংসদ সদস্য, বিরোধী দলীয় হুইপ, সংস্কৃতি মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির দায়িত্ব প্রাপ্ত, জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, বীর মুক্তিযোদ্ধা ড. মাসুদা এম, রশীদ চৌধুরী এমপি’র চার দফা জানাযা শেষে রাউজানের গহিরায় পারিবারিক কবরস্হানে তাঁর স্বামীর কবরের পাশে দাফন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার(১৪ সেপ্টেম্বর) বাদ যোহর চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে তৃতীয় এবং বাদ আসর রাউজান গহিরায় চৌধুরী বাড়ীর আঙ্গিনায় ৪র্থ নামাজে জানাযা শেষে তাকে দাফন করা হয়।

এর আগে  ঢাকার মগবাজারের নিজ বাস ভবনে প্রথম নামাজে জানাজা, জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসের সামনে দ্বিতীয় নামাজে জানাজা সম্পন্ন হয়। জানাযা শেষে  মরহুমার মরদেহ চট্টগ্রামের জুবিলী রোডস্থ বাসভবনে আনা হয়। তখন সেখানে দলীয় নেতা-কর্মী,আত্মীয়স্বজন শুভাকাঙ্ক্ষীদের মাঝে এক হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়,।

প্রফেসর মাসুদা এমপি’র পুত্র, জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ উপদেষ্টা ব্যারিস্টার সানজীদ রশীদ চৌধুরী জানাযায় উপস্থিত থেকে মায়ের পক্ষ থেকে ক্ষমা চান এবং দোয়ার আহবান জানান।

জানাযায় অংশগ্রহণ করেন,  জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জি,এম,কাদের এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ডঃ আক্তারুজ্জামান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ডঃ মশিউর রহমান, বিরোধী দলীয় চীফ হুইপ মশিউর রহমান রাঙ্গা এমপি, সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কাজী ফিরোজ রশিদ এমপি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, আহসান আদেলুর রহমান এমপি, আব্দুস সোবহান গোলাপ এমপি, ডিআইজি রুহুল কুদ্দুস আমীন, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, রাউজান উপজেলা পরিষদ চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, উত্তর জেলা আওয়ামী লীগ সহ সভাপতি গিয়াসউদ্দিন, আবহনী ক্লাবের সভাপতি দিদারুল আলম চৌধুরী, জাতীয় পার্টি র ভাইস চেয়ারম্যান দিদারুল কবির দিদার, কমিশনার বাচ্চু, সাবেক কমিশনার আব্দুল মালেক, চট্টগ্রাম মহল্লা কমিটির সদ্দার আবদুল কুদ্দুস, কাউন্সিলর মো ইকবাল, বশির উদ্দিন খান, নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ইরফান আহমেদ চৌধুরী, জাতীয় পার্টি নেতা নাছির উদ্দিন ছিদ্দিকী, আবসার উদ্দিন রনি, কায়সার হামিদ মুন্না, হারুনুর রশীদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাজেমুল হাসান শাহেদ, মহানগর ছাত্র সমাজ আহবায়ক সরিফুল মোল্লা নিরব, সদস্য সচিব আবু হানিফ নোমান।
পরিবারের মধ্যে উপস্থিত ছিলেন মরহুমার একমাত্র ভাই শিল্পপতি আদনান মনসুর, এ,বি,এম,ফজলে শহীদ চৌধুরী, আফতাব রহিম চৌধুরী, ফজলে একরাম চৌধুরী, মাশফিক আহমেদ চৌধুরী,মরহুম ড. মাসুদা এম, রশীদ চৌধুরীর পুত্র ব্যারিস্টার সানজীদ রশীদ চৌধুরী, জাতীয় সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম. ফজলে করিম চৌধুরী এম.পি. এর পুত্র ফারাজ করিম চৌধুরী, মুকাররম চৌধুরী, ফাইক শহীদ চৌধুরী, প্রমুখ।মরহুম ড. মাসুদা এম, রশীদ চৌধুরীর পুত্র ব্যারিস্টার সানজীদ রশীদ চৌধুরী, জাতীয় সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম. ফজলে করিম চৌধুরী এম.পি. এর পুত্র ফারাজ করিম চৌধুরী, মুকাররম চৌধুরী, ফাইক শহীদ চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, প্রফেসর মাসুদা এমপি, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আবুল মনসুর এর একমাত্র কন্যা এবং পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধী দলীয় নেতা এ,কে,এম, ফজলুল কবির চৌধুরীর জেষ্ঠ পুত্র জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সদস্য মরহুম এডভোকেট এ,বি,এম, ফজলে রশীদ চৌধুরীর সহধর্মিণী। রাউজানের চারবারের নির্বাচিত সংসদ সদস্য এ,বি,এম, ফজলে করিম চৌধুরী এমপি’র ভাবী।
মরহুমা এফ,বি,সি,সি,আই এর সর্বোচ্চ ভোটে নির্বাচিত পরিচালক ছিলেন। তিনি , সার্ক চেম্বার এর ভাইস প্রেসিডেন্ট, ইউনেস্কো ক্লাব অব বাংলাদেশের প্রেসিডেন্ট, ফাকসির ভাইস প্রেসিডেন্ট, নাসিবের ভাইস প্রেসিডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট লিডার সহ বহুজনহিতকর কাজের সাথে জড়িত ছিলেন।

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর রাত ২ টায়  ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ