33 C
আবহাওয়া
১০:৫৭ অপরাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৪
Bnanews24.com
Home » আসাদুজ্জামান নূরের ‘রিমান্ড’

আসাদুজ্জামান নূরের ‘রিমান্ড’

আসাদুজ্জামান নূর

বিনোদন ডেস্ক: ‘রিমান্ড’ একটি আতঙ্কের নাম। রিমান্ডে কী হয়, সেটি কারো অজানা নয়। আইনশৃঙ্খলা বাহিনী রিমান্ডের পক্ষে সবচেয়ে বড় যে যুক্তি দেয় তা হলো- আসামির কাছ থেকে স্বীকারোক্তি আদায়। রিমান্ডভীতি নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর।

এবার এই শব্দটির সঙ্গে যুক্ত হলো বরেণ্য অভিনেতা আসাদুজ্জাআন নূরের নাম। তবে ঘাবড়ানোর কিছু নেই। কেননা ‘রিমান্ড’ নামের একটি মঞ্চ নাটকে অভিনয় করতে দেখা যাবে তাকে।

২২ জানুয়ারিতে থেকে শুরু হতে যাচ্ছে মঞ্চ নাটক নিয়ে নাট্যোৎসব ‘নতুনের উৎসব। এদিন সন্ধ্যায় জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ‘রিমান্ড’ নাটকটি নিয়ে আসবে রেপার্টরি নাট্যদল হৃৎমঞ্চ।

এ নাটকে আসাদুজ্জামান নূরকে দেখা যাবে একজন লেখকের ভূমিকায়। ঘটনাক্রম তাকে রিমান্ড কক্ষে এক পুলিশ কর্মকর্তার জেরার মুখে পড়তে হবে। এভাবেই এগিয়ে যাবে গল্প। নাটকটি লিখছেন শুভাশিস সিনহা, নির্দেশনা তিনিই দিচ্ছেন।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে শুভাশিস বলেন, ‘নাটকটির মধ্য দিয়ে এ সময়কেই খুঁজে পাবেন দর্শক। রিমান্ড কক্ষে একজন লেখককে পুলিশের জেরার মধ্য দিয়ে জীবনের অন্য রকম দর্শন উন্মোচিত হয়, যা মঞ্চে এসে দর্শককে দেখার আমন্ত্রণ জানাই।’

পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে জ্যোতি সিনহাকে। অন্য চরিত্রগুলোতে অভিনয় করছেন কামাল উদ্দীন কবির, সজীব হোসেন, সউদ চৌধুরী, শাহনাজ জাহান, আনিসুর রহমান রিমন, বর্ষা, সৌম্য, শাকিল, শম্পা।

‘রিমান্ডে’র মঞ্চ পরিকল্পনায় কামাল উদ্দীন কবির, আলো পরিকল্পনায় সুদীপ চক্রবর্তী। পোশাকসজ্জায় আছেন আইরিন পারভিন লোপা, দ্রব্য সামগ্রী পরিকল্পনায় আছেন শাহনাজ জাহান। এবারের উৎসবে হৃৎমঞ্চ ছাড়াও অংশ নিচ্ছে ফ্যাক্টরি, বটতলা, ভাড়ুয়া ও প্রাচ্যনাট।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ