31 C
আবহাওয়া
১২:৫৩ পূর্বাহ্ণ - এপ্রিল ২৭, ২০২৪
Bnanews24.com
Home » জাতীয় বিশ্ববিদ্যালয়ে রোববারের পরীক্ষা স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ে রোববারের পরীক্ষা স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু

বিএনএ, ঢাকা : ঘূর্ণিঝড় মোখার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলোতে রোববারের (১৪ মে) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচী বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেওয়া হবে।

শুক্রবার (১২ মে) সন্ধ্যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সন্ধ্যায় পাঁচ শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। ঘূর্ণিঝড় মোখার কারণে কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে আগামী রোববার ১৪ মে এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা এগিয়ে আসছে। এ কারণে কক্সবাজার এবং চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরে ৮ নম্বর মহাবিপৎসংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা এবং তাদের কাছের দ্বীপ ও চরগুলো ৮ নম্বর মহাবিপৎসংকেতের আওতায় থাকবে। তবে মোংলা সমুদ্রবন্দরে আগের দেওয়া ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত বহাল আছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ