33 C
আবহাওয়া
১০:০৫ অপরাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ভাঙা ব্রিজে আটকে গেল বৃদ্ধের পা

ভাঙা ব্রিজে আটকে গেল বৃদ্ধের পা

ব্রিজ

বিএনএ চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজানে বেইলি ব্রিজের ভাঙা পাটাতনে ৮৫ বছর বয়সী এক বৃদ্ধের পা আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা পর হাটহাজারী ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে। রোববার সন্ধ্যায় উপজেলার গহিরা ইউনিয়নের ইছাপুর সড়কের ব্রিকফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে।

পা আটকে পড়া ওই বৃদ্ধের নাম সৈয়দুল হক। তিনি গহিরা ইউনিয়নের জেবল সৌদাগর বাড়ির বাসিন্দা।

হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার সাদেক হাসান বলেন, ‘আমরা সন্ধ্যা ৭টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেছি। তিনি স্বাভাবিক আছেন। প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। উদ্ধারের পর তাকে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।’

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) বেলাল উদ্দিন বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে তিনি ইছাপুর সড়ক হয়ে বাজার থেকে ফিরছিলেন। তখন সন্ধ্যা ঘনিয়ে আসায় কিছুটা অন্ধকারাচ্ছন্ন ছিল চারপাশ। সেসময় অসাবধানতাবশত ব্রিজের পাটাতনের ভাঙা অংশে তার ডান পা ঢুকে গেলে আর বের করতে পারেননি। পরে অনেকক্ষণ এভাবে ছিলেন। রাত ৮টার দিকে হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশনের লোকজন এসে তাকে উদ্ধার করেছে।’

বেলাল উদ্দিন আরও বলেন, ‘২০০০ সালের দিকে ব্রিজটি তৈরি করা হয়েছিল। আরও কয়েকবার এটির পাটাতন ভেঙে গিয়েছিল, ঠিক করা হয়েছে। এখন আবারও ভেঙে গেছে। ভাঙা অংশে এর আগেও কয়েকজনের পা ঢুকে গিয়েছিল। এমনকি সিএনজি অটোরিকশার চাকাও ঢুকে গিয়েছিল কয়েকবার।’

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ