24 C
আবহাওয়া
১০:১৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১০, ২০২৫
Bnanews24.com
Home » ‘কুরআনে শুভঙ্করের ফাঁকি আছে’

‘কুরআনে শুভঙ্করের ফাঁকি আছে’


বিএনএ, ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ আল কুরআনকে অবমাননা ও অবমূল্যায়ন করেছেন বলে অভিযোগ উঠেছে। তিনি বলেছেন , ‘শুধু কুরআন কিচ্ছু না’ এর মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে’।

পবিত্র আল কুরআন নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ তুলে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রাজধানীর রাজারবাগের পীরের দরবার থেকে প্রকাশিত আল-ইহসান নামের একটি পত্রিকার প্রতিবেদক মুহাম্মদ আরিফুর রহমানের পক্ষে ৯ই অক্টোবর সুপ্রীম কোর্টের আইনজীবী শেখ ওমর শরীফ এ নোটিশ পাঠান।

YouTube player

লিগ্যাল নোটিশে বলা হয়, গত ৬ অক্টোবর ইউটিউবে ‘চরমোনাই দর্পণ’ চ্যানেলে পোস্ট করা একটি ভিডিও ক্লিপে দেখা যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম পবিত্র কুরআন নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।

নোটিশে বলা হয়, ফয়জুল করিমের এসব মন্তব্য পবিত্র কুরআনুল কারীমের মর্যাদা ও পবিত্রতার পরিপন্থি এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। কুরআন একটি পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ দিকনির্দেশনামূলক গ্রন্থ, যার প্রতি অবমাননাকর মন্তব্য করা বাংলাদেশের সংবিধান ও দণ্ডবিধি অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

নোটিশে আরও বলা হয়, নোটিশ পাওয়ার তিনদিনের মধ্যে ফয়জুল করিমকে সুস্পষ্ট বিবৃতি দিয়ে তার উল্লেখিত মন্তব্যগুলো প্রত্যাহার করতে হবে এবং নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। ভবিষ্যতে ধর্ম অবমাননামূলক মন্তব্য আর করবেন না- এমন প্রতিশ্রুতি দিতেও আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইনের আশ্রয় নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম প্রায় পবিত্র কুরআন, নবী ও হাদিস নিয়ে এর আগেও বিভিন্ন সভা-সমাবেশে বিতর্কিত মন্তব্য করেছেন। তার অনেক বিতর্কিত বক্তব্য স্যোসাল মিডিয়াতে ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে। অনেকের অভিযোগ, ইসলামী রাজনৈতিক দল ও সংগঠনগুলোকে এ ব্যাপারে জোরালো প্রতিবাদ করতে দেখা যায়নি। ফলে তার বিতর্কিত মন্তব্য দিন দিন বেড়ে চলেছে।

শামীমা চৌধুরী শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ