38 C
আবহাওয়া
৪:৩৬ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » চবির হিসাব নিয়ামককে মারধর

চবির হিসাব নিয়ামককে মারধর


বিএনএ, চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হিসাব নিয়ামক ফরিদুল আলম চৌধুরীকে মারধর করেছে কয়েকজন শিক্ষার্থী।

মঙ্গলবার (১২ জানুয়ারি) বেলা দেড়টার দিকে নিজ কার্যালয়ে বসে থাকা অবস্থায় ১০/১২ জনের একটি দল তার ওপর চড়াও হয়। এ সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেয়া হয়। এ ঘটনার তদন্তে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, যোহরের নামায শেষে হিসাব নিয়ামক তার চেয়ারে বসা অবস্থায় একদল শিক্ষার্থী অফিসে প্রবেশ করে তাকে কিল-ঘুষি মারতে থাকে। একপর্যায়ে তারা তাকে টেনে-হিঁচড়ে কক্ষের বাইরে নিয়ে আসে। কয়েকজন সহকর্মী তাকে উদ্ধার করে। এ সময় তারা তাকে জামাত-শিবিরের এজেন্ট, রাজাকার ও দালাল আখ্যায়িত করে বিভিন্ন অকথ্য গালাগালি ও হুমকি দেয়। প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা না গেলেও তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা যায়।

ঘটনার পরপরই হিসাব নিয়ামক দপ্তরের সকল কর্মকর্তা -কর্মচারী তাদের কাজ বন্ধ করে বারান্দায় জড়ো হন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে তারা। ঘটনার তদন্তে মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ড. আবুল মনছুরকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া, গোপনীয় শাখার ডেপুটি রেজিস্ট্রার ফজলুল হক এবং বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতি’র সভাপতি রশিদুল হায়দার চৌধুরী জাবেদ।

বিষয়টি নিশ্চিত করে প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া বলেন, হিসাব নিয়ামকের ওপর হামলার ঘটনাটি শুনেই আমরা তার কার্যালয়ে ছুটে যাই। তিনি একজন বয়স্ক ও শ্রদ্ধেয় মানুষ। মারধর গুরুতর না হলেও তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। উপাচার্য মহোদয় বিষয়টিতে অত্যন্ত মর্মাহত হয়েছেন। তিনি সত্ত্বর এ বিষয়ে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।

বিএনএনিউজ/নাজমুস,মনির

Loading


শিরোনাম বিএনএ