33 C
আবহাওয়া
১০:৩৬ অপরাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৪
Bnanews24.com
Home » আগুন সন্ত্রাসের হুকুমদাতাদের ধরতে অভিযান চলবে: তথ্যমন্ত্রী

আগুন সন্ত্রাসের হুকুমদাতাদের ধরতে অভিযান চলবে: তথ্যমন্ত্রী

অগুন সন্ত্রাসের হুকুমদাতাদের ধরতে অভিযান চলবে: তথ্যমন্ত্রী

বিএনএ: আগুন সন্ত্রাসের হুকুমদাতাদের ধরতে প্রয়োজনে অভিযান চলবে। এ কথা বলেছেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘নয়াপল্টনে বিএনপি কার্যালয় থেকে আড়াই লাখ বোতল পানি, ৩০ টনের বেশি চাল, লাঠি-সোঁটা, দেশীয় অস্ত্র এবং তাজা হাতবোমা উদ্ধার করা হলো। তার মানে হচ্ছে, তাদের পরিকল্পনা ছিল ১০ তারিখে ঢাকা শহরে-পুরো বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করে, দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করা।’

হাছান মাহমুদ বলেন, বিএনপির উদ্দেশ্য দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা। আজকেও সারা বাংলাদেশে তারা যে পদযাত্রার কথা বলছে, এটির উদ্দেশ্য হচ্ছে যারা ২০১৩-১৫ সালে এবং পরবর্তীতে বিভিন্ন সময় আগুন সন্ত্রাস করেছে; যারা এতদিন আত্ম গোপনে ছিল, লুকিয়ে ছিল, তাদের আবার গ্রামে এনে আবার আগুন সন্ত্রাস করানো।’

তথ্যমন্ত্রী বলেন, রাজনীতির নামে যারা অগ্নি সন্ত্রাস করেছে, মানুষ হত্যা করেছে, জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, রাজনীতির নামে যারা মানুষের হাত-পায়ের রগ কাটে তারা যেন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। পাশাপাশি জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করতে হবে। সরকারি দল হিসেবে সেটা আমাদের দায়িত্ব।

বিএনপি আন্দোলন করতে পারবে না মন্তব্য করে তিনি বলেন, ‘বিএনপি পারে শুধু বিশৃঙ্খলা সৃষ্টি করতে। এই দেশে রাজনীতির নামে কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দিতে আমরা পারি না। আমরা দেবো না।’

তথ্যমন্ত্রী বলেন, আগুন সন্ত্রাসীদের ধরার জন্য মানুষের দাবি আছে। অগ্নি সন্ত্রাসীদের ধরার জন্য পুলিশ মাঝে মাঝে অভিযান চালায়। হুকুমদাতাদের আমরা এখনো ধরিনি। হুকুমদাতাদেরও ধরতে হবে, সেই অভিযান প্রয়োজনে পরিচালনা করা হবে।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ