31 C
আবহাওয়া
২:০৪ পূর্বাহ্ণ - এপ্রিল ২৭, ২০২৪
Bnanews24.com
Home » টুইটার কেনার চুক্তি বাতিল করলেন ইলন মাস্ক

টুইটার কেনার চুক্তি বাতিল করলেন ইলন মাস্ক

টুইটারে নিষিদ্ধ ১২ হাজার অ্যাকাউন্ট সচল

বিএনএ, বিশ্বডেস্ক : প্রায় ৪,৪০০ কোটি ডলারের টুইটার কেনার চুক্তি বাতিল করলেন আমেরিকার ধনকুবের ইলন মাস্ক।মাস্কের সংস্থা জানিয়েছে, টুইটারে কত ভুয়ো অ্যাকাউন্ট আছে তা জানতে চাওয়া হয়েছিল। কিন্তু টুইটার সে তথ্য দিতে পারেনি। তাই ‘টুইটার ডিল’ আপাতত বাতিল করছেন মাস্ক।

এদিকে মাস্ক চুক্তি বাতিল করায় টুইটারের শেয়ার দর ধসে পড়েছে। ৭ শতাংশ পতন হয়েছে শেয়ার দরে।

ইলন মাস্কের আইনজীবী জানিয়েছেন, টুইটারের কাছে একাধিকবার ভুয়া বা স্প্যাম অ্যাকাউন্টের তথ্য চেয়ে কোনো সাড়া পাওয়া যায়নি। এ তথ্য দিতে তারা ব্যর্থ হয়েছে। অথচ এ স্বচ্ছতাই একটি প্রতিষ্ঠানের ব্যবসার মূল দিক।

গত এপ্রিল মাসে টুইটার কেনার চুক্তি করেছিলেন ইলন মাস্ক। কিন্তু এখন তা বাতিল করায় ব্রেকআপ ফিসহ অন্যান্য ক্ষতিপূরণ বাবদ এক বিলিয়ন ডলার চেয়ে আদালতে যাবেন মাস্ক।

টুইটার বোর্ডের চেয়ারম্যান ব্রেট টেলর জানিয়েছেন, এভাবে চুক্তি থেকে সরে যেতে পারেন না মাস্ক। বিপুল অঙ্কের টাকা চুক্তি কার্যকর যাতে হয় সে চেষ্টা করা হবে। প্রয়োজনে মামলা দায়ের হবে আদালতে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ