22 C
আবহাওয়া
১১:২৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১১, ২০২৫
Bnanews24.com
Home » পাকিস্তানে সেনা কনভয়ে জঙ্গি হামলা, ১১ সেনা সদস্য নিহত

পাকিস্তানে সেনা কনভয়ে জঙ্গি হামলা, ১১ সেনা সদস্য নিহত


বিএনএ, বিশ্বডেস্ক :পাকিস্তানের কুররাম জেলায় পাকিস্তানের সামরিক বাহিনীর একটি কনভয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৮ অক্টোবর) সকালে সংঘটিত এ হামলায় পাকিস্তানের অন্তত ১১ সেনা সদস্য নিহত হয়েছেন,

রয়টার্স এর খবরে বলা হয়, রাস্তার পাশে পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরণের পর অতর্কিতে গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা।  হামলার পরপরই এলাকাটি ঘিরে ফেলে পাকিস্তান সেনাবাহিনী পাল্টা অভিযান চালায়।

পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, অরাকজাই সংলগ্ন জেলায় পরিচালিত অভিযানে ১৯ জন জঙ্গি নিহত হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা এই অভিযানের সময়ই প্রাণ হারান বলে জানানো হয়েছে।

জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এ হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটির দাবি, তাদের যোদ্ধারাই কনভয়ে অতর্কিত হামলা চালিয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ