বিএনএ, বিশ্বডেস্ক : গাজা অভিমুখী মানবিক নৌবহর ‘ফ্রিডম ফ্লোটিলা কনশানস’ থেকে বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী, লেখক ও দৃক গ্যালারির ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলমকে অপহরণ করেছে ইসরায়েলি বাহিনী।
বুধবার (৮ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় শহিদুল আলম নিজেই জানিয়েছেন, তাকে ইসরায়েলি বাহিনী সমুদ্রে আটক করেছে।
ভিডিওবার্তায় তিনি বলেন,“আমি শহিদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক। আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে এতক্ষণে আমাদের সমুদ্রে আটক করা হয়েছে। আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে। তারা মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সহায়তায় গাজায় গণহত্যা চালাচ্ছে। আমি আমার সকল কমরেড ও বন্ধুদের কাছে আহ্বান জানাচ্ছি, ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যান।”
এর আগেও ২০১০ ও ২০১৮ সালে গাজায় মানবিক ত্রাণ বহনকারী ফ্লোটিলা নৌবহরগুলোকে আন্তর্জাতিক জলসীমায় অবরুদ্ধ ও আটক করেছিল ইসরায়েলি সেনারা। এবারও একই ধাঁচে ফ্রিডম ফ্লোটিলা কনশানসের বেশ কয়েকটি নৌযানকে ঘিরে রেখেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
এ দিকে বিশ্বব্যাপী সাংবাদিক সংগঠনগুলো গাজায় সংবাদকর্মীদের ওপর চলমান হামলা ও আটক অভিযানে গভীর উদ্বেগ জানিয়েছে।
বিএনএ/ ওজি
![]()
