বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ায় ইউপি চেয়ারম্যান ইনজামুল হক জসীম এর জোগসাজসে ওয়ারিশ সনদ জাল করে প্রতারণার মাধ্যমে ভুয়া স্ত্রী সেজে বীর মুক্তিযোদ্ধার ভাতা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠেছে। উপজেলার কচুয়াই ইউনিয়নের ৮নং ওয়ার্ড খালেক চেয়ারম্যান বাড়ি এলাকার মাহবুব আলমের স্ত্রী রাশু আকতারের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠেছে।
বিষয়টি খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা কচুয়াই ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকার আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহন করেন। বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে একাকী জীবন যাবন করতে শুরু করেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নিয়ে দীর্ঘদিন আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা হিসেবে সরকার থেকে সব ধরনের বেতন-ভাতাদি পেয়ে আসছিলেন। এরপর তিনি অসুস্থ হয়ে ২০২১ সালে মারা যান।
আরো জানা যায়, আবুল কালাম মারা যাওয়ার পর ইউপি চেয়ারম্যান ইনজামামুল হক জসীমকে মোটা অংকের টাকা দিয়ে ভূয়া ওয়ারিশ সনদ সৃজন করে আবুল কালামের কোন ওয়ারিশ না থাকা সত্ত্বেও মাহবুব আলমের স্ত্রী রাশু আকতার তার ভূয়া স্ত্রী সেজে মুক্তিযোদ্ধা ভাতার কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে। ইনজামামুল হক জসীম ও রাশু আকতারের প্রতারণার বিষয়ে স্থানীয়রা জানলেও চেয়ারম্যান জসিমের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাননি।
ভাতার বিষয়ে রাশু আকতারের স্বামী মোহাম্মদ মাহবুব আলম এর কাছ থেকে জানতে চাইলে, এই বিষয়ে তিনি কিছু বলতে পারবেনা বলে জানিয়ে দেন৷ চেয়ারম্যান আর তার স্ত্রী জানেন বলে জানান তিনি।
নাম প্রকাশ না করা শর্তে স্থানীয়রা জানান, চেয়ারম্যান জসীম মোটা অংকের টাকার বিনিময়ে জাল-জালিয়াতি করে মুক্তিযোদ্ধার ভূয়া স্ত্রী বানানো, ভূয়া দলিল- কবলা বানানো, রোহিঙ্গাদের স্থানীয় নাগরিক সাজিয়ে ভোটার করানো, বালু মহাল দখল, হিন্দুদের জায়গা প্রতারণা করে আত্মসাৎ করা সহ অপরাধ জগতের গডফাদার হিসেবে নিজেকে সবার কাছে পরিচিত করেছে। তার অপরাধ রাজ্যের পরিধি ব্যাপক বলেও তারা জানান।
এই বিষয়ে জানতে ইউপি চেয়ারম্যান ইনজামামুল হক জসীমের ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়। ফলে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে জানতে চাইলে পটিয়া উপজেলা নির্বাহি কর্মকতা আলাউদ্দিন ভূঞা জনি বলেন, যারা প্রতারণার আশ্রয় নিয়ে এমন কাজ করেছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
বিএনএনিউজ/নাবিদ/এইচমুন্নী