30 C
আবহাওয়া
১:৫০ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » পরমাণু বিজ্ঞানী হত্যা: আমেরিকা ও ইসরাইলের বিরুদ্ধে মামলা হচ্ছে

পরমাণু বিজ্ঞানী হত্যা: আমেরিকা ও ইসরাইলের বিরুদ্ধে মামলা হচ্ছে

পরমাণু বিজ্ঞানী হত্যা: আমেরিকা ও ইসরাইলের বিরুদ্ধে মামলা হচ্ছে

বিএনএ, বিশ্বডেস্ক : ইরানের পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যাকাণ্ডের ঘটনায় মামলা করার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার। ওই ঘটনাটি এখনো তদন্ত করছে তেহরান। মাসখানেক আগে তেহরানের কাছে ফাখরিজাদেকে নির্মমভাবে হত্যা করা হয়। গত এক দশকে ইরানের শীর্ষ পর্যায়ের কয়েকজন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে।

নিহত পরমাণু বিজ্ঞানীদের পরিবারের পক্ষ থেকে আমেরিকার বিরুদ্ধে যে মামলা করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে, ইসরাইল হত্যাকাণ্ড চালায়, আমেরিকাকে তার প্রধান সমর্থক হিসেবে দেখানো হচ্ছে। ইরান সরকার জানিয়েছে, এরইমধ্যে ফাখরিজাদে হত্যাকাণ্ডের সাথে যুক্ত সবাইকে চিহ্নিত করা হয়েছে এবং তদন্ত শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

গত ২৭ ফেব্রুয়ারি তেহরানের কাছে ফাখরিজাদেকে হত্যা করা হয়। তেহরান বলছে, যারা শীর্ষ এই পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে তাদেরকে এই বড় ভুলের জন্য অনুতপ্ত হতে হবে।

বিএনএনিউজ/এইচ.এম

Loading


শিরোনাম বিএনএ