Bnanews24.com
Home » রাজশাহীতে পৌর মেয়রের বাসায় অভিযান,স্ত্রী আটক
অপরাধ টপ নিউজ সব খবর

রাজশাহীতে পৌর মেয়রের বাসায় অভিযান,স্ত্রী আটক

রাজশাহীতে পৌর মেয়রের বাসায় অভিযান,স্ত্রী আটক

বিএনএ, ঢাকা : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীর  অভিযান চালিয়ে মুক্তারের স্ত্রী ও দুই ভাতিজাকে আটক করেছে পুলিশ।বুধবার ভোরে এ অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ি থেকে চারটি বিদেশি অস্ত্র, নগদ প্রায় কোটি টাকা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার (চারঘাট সার্কেল) রুবেল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বাঘা থানার একটি মামলার ঘটনায় পুলিশ পৌর মেয়রের বাড়িতে অভিযানে যায়। এ সময় বাড়িটিতে তল্লাশি চালালে চারটি পিস্তল, প্রায় ৯৪ লাখ ৯৮ হাজার টাকা ও ইয়াবা পাওয়া যায়। এ সময় মেয়র মুক্তার আলীকে পাওয়া যায়নি। বাড়িতে থাকা তার স্ত্রী জেসমিন আকতার এবং দুই ভাতিজা শান্ত ইসলাম ও সোহান আলীকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

প্রসঙ্গত, গত পৌরসভা নির্বাচনে মুক্তার আলী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে মেয়র নির্বাচিত হন। সে সময় মুক্তারের সমর্থকদের হামলায় হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় মুক্তার আলীকে আড়ানী পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে অপসারণ করা হয়।

বিএনএ/ওজি