31 C
আবহাওয়া
২:০০ পূর্বাহ্ণ - এপ্রিল ২৭, ২০২৪
Bnanews24.com
Home » আদালতের সঙ্গে প্রতারণা, কোটি টাকা জরিমানা

আদালতের সঙ্গে প্রতারণা, কোটি টাকা জরিমানা

হাইকোর্ট

বিএনএ ডেস্ক: আদালতের সঙ্গে প্রতারণার দায়ে এফএমসিওটু নামের একটি কোম্পানির কাছ থেকে এক কোটি টাকা জরিমানা আদায় করেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (৭ জুন) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগে এই টাকা পরিশোধের রশিদ জমা দেয়া হয়।

আদালতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন ও ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ। কোম্পানিটির পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. অজি উল্লাহ।

ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ বলেন, এফএমসিওটু কোম্পানিকে ২০১৭ সালের ১০ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্টে ঋণখেলাপি হিসেবে ঘোষণা করা হয়। এই সিদ্ধান্ত সঠিক নয় মর্মে ঘোষণা চেয়ে পঞ্চম যুগ্ম জেলা জজ আদালতে দেওয়ানি মামলা করে কোম্পানিটি। আদালত তাদের মামলাটি খারিজ করে দেন।

নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে সিভিল রিভিশন দায়ের করা হয়। সিভিল রিভিশনের শুনানি নিয়ে বিচারপতি মামনুন রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ২০১৭ সালের ১০ ডিসেম্বর সিআইবির রিপোর্ট স্থগিত করে দেন। পাশাপাশি রুল জারি করেন। হাইকোর্টে মামলা শুনানির ধারাবাহিকতায় গত ৩ মার্চ মামলা প্রত্যাহার চেয়ে আবেদন করে কোম্পানিটি। তাদের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি আবু তাহের সাইফুর রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রুল খারিজ করেন। পাশাপাশি কোম্পানিকে এক কোটি টাকা জরিমানা করা হয়।

জরিমানার কারণ হিসেবে রায়ে বলা হয়, বিচারিক আদালতে আইন অনুযায়ী মামলাটি পরিচালনা না করে তারা ৪ বছর উচ্চ আদালতের স্থগিতাদেশের অপব্যবহার করেছে। এরপর গত ৮ মার্চ হাইকোর্টের জরিমানার রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে কোম্পানিটি। আপিল বিভাগ জরিমানা পরিশোধের নির্দেশ দেন। আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী, ১ কোটি জরিমানা পরিশোধ করে মঙ্গলবার আদালতে টাকা পরিশোধের রশিদ জমা দেয় কোম্পানিটি। পরে আপিল বিভাগ কোম্পানির আবেদন নিষ্পত্তি করে দেন।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ