38 C
আবহাওয়া
৬:৩৪ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » দিনাজপুরে করোনা ভ্যাকসিন গ্রহণ কার্যক্রম শুরু

দিনাজপুরে করোনা ভ্যাকসিন গ্রহণ কার্যক্রম শুরু

দিনাজপুরে উৎসব মূখরভাবে করোনা ভ্যাকসিন গ্রহণ কার্যক্রম শুরু

বিএনএ,দিনাজপুরঃদিনাজপুর জেলায় উৎসবমুখর পরিবেশে করোনা ভ্যাকসিন গ্রহণ কার্যক্রম শুরু করা হয়েছে।প্রথম ভ্যাকসিন নেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

রোববার(৭ ফেব্রুয়ারি)স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার ১৩টি উপজেলার ১৪টি কেন্দ্রে ভ্যাকসিন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম করোনা ভ্যাকসিন গ্রহণ করেন ইকবালুর রহিম।পরে করোনা ভ্যাকসিন গ্রহণ করছেন নিবন্ধন ধারী ডাক্তার, নার্স ও সিভিল প্রশাসনের কর্মকর্তা,সাংবাদিক,মুক্তিযোদ্ধা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।

দিনাজপুরে এখন পর্যন্ত ৫ হাজার একশ ২৫ জন অ্যাপস এর মাধ্যমে নিবন্ধন করেছেন। নিবন্ধন ধারীদের মধ্য থেকে রোববার ৫শ ১৬ জনকে করোনা ভ্যাকসিন দেয়া  হয়েছে বলে জানিয়েছেন  দিনাজপুর সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুস।

ভ্যাকসিন উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, বিশ্বের অনেক উন্নত দেশে এখনও করোনার ভ্যাকসিন পৌছায় নি। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় এই ভ্যাকসিন এখন জনগণের কাছে পৌঁছে গেছে।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন, দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ এর অধ্যক্ষ ডাঃ নাদির হোসেন, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ শাহ মোজাহেদুল ইসলাম, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, দিনাজপুর সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুস, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাগফুরুল হাসান আব্বাসী, দিনাজপুর বিএমএর সভাপতি ডাঃ ওয়ারেস আলী সরকার, সাধারন সম্পাদক ডাঃ বিকে বোস, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি  রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক খালেকুজ্জামান রাজু অন্যরা।

বিএনএনিউজ/এস শাহী,আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ