32 C
আবহাওয়া
৫:১৯ অপরাহ্ণ - মে ৯, ২০২৪
Bnanews24.com
Home » ১০ ডিসেম্বর বিএনপির মানববন্ধন নিয়ে সিদ্ধান্ত হয়নি

১০ ডিসেম্বর বিএনপির মানববন্ধন নিয়ে সিদ্ধান্ত হয়নি

১০ ডিসেম্বর বিএনপির মানববন্ধন নিয়ে সিদ্ধান্ত হয়নি

বিএনএ, ঢাকা: আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঘোষিত মানববন্ধন কর্মসূচির অনুমতির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন।

বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ড. খ. মহিদ উদ্দিন বলেন, গত ১৫ নভেম্বর তপশিলের পর থেকে নির্বাচন কমিশনকে সহায়তার জন্য সব সংস্থাগুলো কাজ করছে। সে অনুযায়ী ধাপে ধাপে আমাদের কার্যক্রম চলছে। এখন নির্বাহী বিভাগের যে কোনো সিদ্ধান্ত নির্বাচনে কোনো প্রভাব পড়বে কি না আমাদের বিবেচনায় নিতে হয়।

আরও পড়ুন: চট্টগ্রামে চোরাই ডিজেলসহ দুই কারবারি আটক

নির্বাচন কমিশনও সার্বিক বিষয়ে পর্যবেক্ষণ করছে, এ অবস্থায় কোথাও কিছু করতে গেলে নির্বাচন কমিশনের পর্যবেক্ষণকে আমরা স্বাগত জানাব। নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ ডিএমপি ডিএমপি অনুসরণ করবে।

তিনি বলেন, বিএনপির মানববন্ধনের অনুমতির বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে ডিএমপি কমিশনার ইসির সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নিবেন।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ