30 C
আবহাওয়া
৫:০৭ অপরাহ্ণ - মে ২০, ২০২৪
Bnanews24.com
Home » হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপ

বিএনএ, টেক ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ আনছে নতুন ফিচার। ব্যবহারকারীর সময় বাঁচাতে বিভিন্ন চ্যানেলকে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ভাগ করার নতুন ফিচার নিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

অনেক চ্যানেলের ভীড়ে অনেক সময় প্রয়োজনীয় চ্যানেলটা খুঁজে নিতে হয়। এবার  চ্যানেলগুলো সহজেই খুঁজে পেতে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করার ফিচার যুক্ত করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।

খবরে প্রকাশ, চ্যানেলগুলোকে ৭টি ভাগে ভাগ করা হচ্ছে। ব্যবসা, বিনোদন, লাইফস্টাইল, তথ্য ও সংবাদ, সংস্থা, ব্যক্তিবিশেষ এবং খেলাধুলা। ফিচারটি চলে আসার সঙ্গে সঙ্গেই চ্যানেলগুলো এসব ক্যাটাগরির মাধ্যমে আলাদা হয়ে যাবে। যার কারণে ব্যবহারকারীদের অযথা চ্যানেল খোঁজার ঝামেলা নিতে হবে না। এতে করে সময়ও বাঁচবে।

উল্লেখ্য, ২০২৩ সালে হোয়াটসঅ্যাপে চ্যানেল যোগ করেন মালিকানাধীন প্রতিষ্ঠান মেটা।

বিএনএনিউজ/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ