21 C
আবহাওয়া
১:২৮ অপরাহ্ণ - ডিসেম্বর ১৪, ২০২৪
Bnanews24.com
Home » বহিস্কার হতে যাচ্ছে রাউজান বিএনপি নেতা গিয়াস কাদের ও শামীর কাদের!

বহিস্কার হতে যাচ্ছে রাউজান বিএনপি নেতা গিয়াস কাদের ও শামীর কাদের!

বহিস্কার হতে যাচ্ছে রাউজান বিএনপি নেতা গিয়াস কাদের ও শামীর কাদের!

বিএনএ, চট্টগ্রাম: বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও তার ছেলে শামীর কাদের চৌধুরী বহিস্কার হতে যাচ্ছেন। ইতোমধ্যে পিতা-পুত্রকে কেন বহিস্কার করা হবে না তা জানাতে কারণ দর্শানো নোটিশ জারি করেছে বিএনপি। এছাড়া গিয়াস কাদেরের ছেলে শামীর কাদের চৌধুরী এবং রাউজান উপজেলা বিএনপির দুই যুগ্ম আহ্বায়ক নূরুল হুদা চেয়ারম্যান এবং ফিরোজ আহমেদ মেম্বারকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

তাদের বিরুদ্ধে নিজ এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, প্রবাসীদের সম্পত্তি ক্ষতিগ্রস্ত করা এবং সন্ত্রাসী ভাড়া করে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার গুরুতর অভিযোগ উঠেছে। এসব অভিযোগের ভিত্তিতে আগামী তিনদিনের মধ্যে তাঁকে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিএনপির কেন্দ্র থেকে এই কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। এ নোটিশে সই করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

কারণ দর্শানো নোটিশে অভিযোগে বলা হয়েছে, এলাকায় দলমত নির্বিশেষে ধনী ব্যবসায়ীর তালিকা করে কোটি কোটি টাকা চাঁদা আদায়, ওমান বসবাসরত সিআইপি ব্যবসায়ী ইয়াসিনের কাছ থেকে দেড় কোটি টাকা চাঁদা দাবি, চাঁদা না পেয়ে সন্ত্রাসীদের দিয়ে ইয়াসিনের রাউজানের বাড়ি পুড়িয়ে দেয়া, সিআইপি ব্যবসায়ী মো. ফোরকানের কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করে না পেয়ে সন্ত্রাসী দিয়ে ফোরকানকে নির্মম শারীরিক নির্যাতন, অনুগত সন্ত্রাসীদের দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান, বিদেশে অবস্থানরত রাউজানের ব্যবসায়ীদের ওপর ঢালাও চাঁদাবাজির মাধ্যমে এলাকাকে আতঙ্কের জনপদে পরিণত করা অন্যতম।

এতে আরো বলা হয়, ‘স্বঘোষিত কমিটি ঘোষণা করার বিষয়ে প্রশ্ন করা হলে আপনি ঔদ্ধত্য প্রকাশ করে বলেন, রাউজান কমিটি গঠন করতে কারোর প্রয়োজন নেই, আমার এলাকা আমি করবো। ধরণের বক্তব্য মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বের প্রতি চরম অনাস্থা ধৃষ্টতা। দীর্ঘ বছর বিদেশে থেকে নতুন সরকারের শুরুতে দেশে এসে দেশবিদেশের সন্ত্রাসীদের ভাড়া করে রাউজানে আপনি অস্থিরতা মারাত্মক আতঙ্ক তৈরি করেছেনযা রাঙ্গুনিয়া, সীতাকুণ্ডসহ উত্তরের অন্যান্য নির্বাচনী এলাকায় বিরুপ প্রভাব ফেলছে।

এসব অভিযোগের জবাবে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তাও জানতে চেয়েছে দলের হাইকমান্ড।

অভিযোগের বিষয়ে জানতে গিয়াস কাদের চৌধুরীকে কল করা হলে ফোন বন্ধ পাওয়ায় তার মন্তব্য জানা যায়নি।

বিএনএনিউজ/ এইচ.এম/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ