34 C
আবহাওয়া
৭:২৮ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ঢাকা আসছেন কোবিন্দ, দিল্লি যাচ্ছেন শেখ রেহানা

ঢাকা আসছেন কোবিন্দ, দিল্লি যাচ্ছেন শেখ রেহানা

রেহানা

বিএনএ ডেস্ব, ঢাকা: আগামী ৬ ডিসেম্বর বাংলাদেশ-ভারত মৈত্রী দিবসে বঙ্গবন্ধু স্মারক বক্তৃতা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা নয়াদিল্লি যাচ্ছেন। অন্যদিকে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে আমন্ত্রণ জানিয়েছে ঢাকা।

সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানায়, ভারতের আমন্ত্রণ গ্রহণ করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা।

নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাস সূত্র জানিয়েছে, শেখ রেহানা দিল্লিতে এলে তাকে নিয়ে আরও কিছু অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ হতে পারে তার।

দিল্লির কূটনৈতিক সূত্র জানিয়েছে, ঢাকা সফরে আসছেন রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি হওয়ার পরে এটাই হবে তার প্রথম বাংলাদেশ সফর। স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে এবার বিজয় দিবস বাড়তি আয়োজনে পালন করছে বাংলাদেশে। ভুটানের সাবেক রাজা জিগমে সিংহ‌ে ওয়াংচুকও অতিথি হিসেবে থাকছেন বর্ণাঢ্য এই অনুষ্ঠানে।

উল্লেখ্য, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভুটানই প্রথম স্বীকৃতি দিয়েছিল বাংলাদেশকে। পরে একই বছরের ৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশ সরকারের স্বীকৃতি দেয় ভারত। ৬ ডিসেম্বরকে ‘মৈত্রী দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে দু’দেশ। এ উপলক্ষে বাংলাদেশের একটি সাংস্কৃতিক দল ভারত সফর করবে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ