31 C
আবহাওয়া
১১:২৪ অপরাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ডার্ক সার্কেল দূর করার ঘরোয়া পদ্ধতি

ডার্ক সার্কেল দূর করার ঘরোয়া পদ্ধতি

ডার্ক

বিএনএ লাইফস্টাইল ডেস্ক: চোখের নিচে কালি এমন এক সমস্যা যা আপনার মুখের সৌন্দর্য অর্ধেক কমিয়ে দিতে পারে। বিভিন্ন কারণে দেখা দিতে পারে ডার্ক সার্কেল বা চোখের নিচে কালি। রাতে পর্যাপ্ত না ঘুমানো, মানসিক চাপ, বিষণ্ণতা ইত্যাদি কারণে চোখের নিচে ডার্ক সার্কেল পড়তে পারে। তবে অনেকের বংশগত কারণেও চোখের নিচে কালো দেখা যায়। আবার আমাদের জীবনযাপনের ধরনও এক্ষেত্রে দায়ী হতে পারে।

চোখের নিচে কালি পড়া নিয়ে যদি দুশ্চিন্তা করতে থাকেন তবে এ সমস্যা আরো বাড়বে। আপনি যদি ঘরোয়া উপায়ে যত্ন নেন তবে সহজেই চোখের নিচের কালি দূর করা সম্ভব হতে পারে। কিছুদিন সময় লাগলেও এটি কার্যকর হবে। ডার্ক সার্কেল হতে পারে শারীরিক নানা অসুস্থতার লক্ষণ। তাই ডার্ক সার্কেল দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে পারলে সবচেয়ে ভালো।

১. শসা স্লাইস করে ফ্রিজে রেখে দিন আধা ঘণ্টার জন্য। ঠাণ্ডা শসা চোখের উপর দিয়ে রাখুন ১০ মিনিট। কুসুম গরম পানি দিয়ে চোখ ধুয়ে ফেলুন।

২. সমপরিমাণ টমেটোর রস ও লেবুর রস একসাথে মিশিয়ে নিন। মিশ্রণে তুলা ভিজিয়ে চোখের উপর দিয়ে রাখুন। ১০ মিনিট পর সামান্য গরম পানি দিয়ে চোখ ধুয়ে ফেলুন।

৩. টি ব্যাগ কিছুক্ষণ পানিতে ভিজিয়ে নিন। ফ্রিজে রেখে ঠাণ্ডা করে চোখের উপর দিয়ে রাখুন মিনিট দশেক।

৪. গোলাপজলে তুলা ভিজিয়ে চোখের ওপর দিয়ে রাখুন। ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন চোখ।

৫. রাতে ঘুমানোর আগে চোখের আশেপাশের অংশে আমন্ড তেল ম্যাসাজ করুন। পরদিন সকালে ধুয়ে ফেলুন ত্বক।

৬. আলু স্লাইস করে চোখের উপর দিয়ে রাখুন। চাইলে আলুর রসে তুলা ভিজিয়েও ব্যবহার করতে পারেন। ১০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৭. পুদিনা পাতা সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিন। পেস্টটি চোখের আশেপাশের ত্বকে লাগিয়ে রাখুন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। কয়েকদিন পরই দেখবেন আপনার চোখের নিচের কালি মিলিয়ে যেতে শুরু করেছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ