31 C
আবহাওয়া
১১:৩৯ অপরাহ্ণ - এপ্রিল ২৩, ২০২৪
Bnanews24.com
Home » বোরকা বা হিজাব পরা সাংবিধানিক অধিকার : হাইকোর্ট

বোরকা বা হিজাব পরা সাংবিধানিক অধিকার : হাইকোর্ট

বোরকা বা হিজাব পরা সাংবিধানিক অধিকার : হাইকোর্ট

বিএনএ,ঢাকা : দেশের ১৫টি জেলার শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা বোরকা পরায় হেনস্তার শিকার হওয়ার ঘটনা তদন্তের নির্দেশ দিয়ে হাইকোর্ট মন্তব্য করেছেন বোরকা বা হিজাব পরা সাংবিধানিক অধিকার। বৃহস্পতিবার (২ জুন) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দিয়েছেন বিচারপতি মুজিবর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ।

একই আদেশে আগামী দুমাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আদেশে শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, ধর্ম সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে এ প্রতিবেদন দিতে বলা হয়।

আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইলিয়াছ আলী মণ্ডল। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশের কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হিজাব পরতে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। যা ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ। এমন ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা তৈরি হয়। পরে হাইকোর্টে এ বিষয়ে রিট আবেদন করি। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ