বিএনএ, ঢাকা : ঢাকার রামপুরা থানা এলাকায় অভিযান চালিয়ে ২০হাজার পিস ইয়াবাসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ । বৃহস্পতিবার(৩১ ডিসেম্বর) রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে-নাদিম মাহমুদ (২৭) ও মো. রিয়াজুল ইসলাম রিপন (৪৪)।
গোয়েন্দা গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. গোলাম সাকলায়েন জানান,বৃহস্পতিবার রাতে রামপুরা থানার বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা গুলশান বিভাগের গুলশান জোনাল টিম ও ক্যান্টনমেন্ট জোনাল টিম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে ঢাকায় এনে বিক্রি করতো।তাদের বিরুদ্ধে রামপুরা থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিএনএ/ওজি