বিএনএ, ঢাকা : দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ১৭ জনের মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৫৭৬ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৯০ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ১৪ হাজার ৫০০ জন।
শুক্রবার (১ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ১০৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৯৯০ জনের দেহে করোনায় সংক্রমণ রোগী পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ১৪ হাজার ৫০০ জন। গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৭ হাজার ৫৭৬ জনের মৃত্যু হয়েছে।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ১ হাজার ১৯৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ লাখ ৫৮ হাজার ৬৫৬ জন।
বিএনএনিউজ/জেবি