বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শতভাগ আবাসন নিশ্চিত অথবা অনাবাসিক শিক্ষার্থীদের আবাসন ভাতাসহ সাত দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির। মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
সোমবার (১৯ মে) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি রেজিস্ট্রার বিল্ডিং হয়ে শহীদ মিনার চত্বর পার হয়ে জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় শিবিরের নেতাকর্মীদের ‘জুলাইয়ের প্রশাসন, দাও শতভাগ আবাসন’, ‘মাথার ওপর ছাতা দে, নয় আবাসন ভাতা দে’, ‘বিপ্লবীদের খবর দে, সেশনজটের কবর দে’, ‘জনে জনে খবর দে, সেশনজটের কবর দে’, ‘আট বছরে অনার্স শেষ, সাদা হলো মাথার কেশ’, ‘হল, আবাসন সংস্কার; এই মুহূর্তে দরকার’, ‘পরিবহন সংস্কার, এই মুহূর্তে দরকার’, ‘ফিটনেসবিহীন ট্রেন বাস, শিক্ষার্থীদের জীবননাশ’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
ছাত্রশিবিরের পক্ষ থেকে দেওয়া সাত দফা দাবি হলো শতভাগ আবাসন নিশ্চিত করতে হবে এবং আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত অনাবাসিক সব শিক্ষার্থীকে আবাসন ভাতা প্রদান করতে হবে। সব বিভাগ ও ইনস্টিটিউটে অনতিবিলম্বে সেশনজট নিরসন এবং শিক্ষার আধুনিকায়ন নিশ্চিত করতে হবে। পর্যাপ্ত ও নিরাপদ যাতায়াত সুবিধা নিশ্চিত করতে হবে। অনতিবিলম্বে চাকসু নির্বাচন দিতে হবে। দ্রুততম সময়ের মধ্যে টিএসসি স্থাপন, সেন্ট্রাল অডিটোরিয়াম নির্মাণ, কেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণ এবং আবাসিক হল ও অন্যান্য স্থাপনাগুলো সংস্কার করতে হবে। জুলাই বিপ্লব ও ফ্যাসিবাদী শাসনামলে শিক্ষার্থীদের নির্যাতনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কার এবং জড়িত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের চাকরিচ্যুত করতে হবে। বিগত ফ্যাসিবাদী শাসনামলে অবৈধ নিয়োগের সঙ্গে জড়িত সবার বিচার এবং নিয়োগপ্রাপ্তদের চাকরিচ্যুত করতে হবে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর তুলনায় হলে আবাসন আছে ১৮ শতাংশ। বাকি ৮২ শতাংশ শিক্ষার্থীর আবাসনের নিশ্চয়তা প্রশাসনকে দিতে হবে।
এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উদ্দেশ করে সভাপতি মুহাম্মদ ইব্রাহীম বলেন, বিপ্লবকে ধারণ করে এ জাতীয় কিছু শিক্ষক এখানে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন। তাদেরকে আপনারা অপমান করেছেন। আপনাদের হুঁশিয়ার করছি, ছাত্রশিবির কারও পক্ষে লাঠিয়ালের ভূমিকা পালন করবে না। ছাত্রশিবির এই ২৩০০ একরে শুধুই ৩০ হাজার শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করবে।
বিএনএনিউজ/ নাবিদ