20 C
আবহাওয়া
১:৪৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৩০, ২০২৪
Bnanews24.com
Home » পটিয়ায় হুইপের ভাইকে কান ধরে উঠবস ও গাড়িবহরে হামলার অভিযোগ

পটিয়ায় হুইপের ভাইকে কান ধরে উঠবস ও গাড়িবহরে হামলার অভিযোগ


বিএনএ, পটিয়া : চট্টগ্রামের পটিয়ায় ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীর গাড়িবহরে হামলা, ভাঙচুর ও জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে গাড়িবহর নিয়ে চট্টগ্রাম শহর থেকে স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরী উপজেলার কুসুমপুরায় গণসংযোগের কথা ছিল। গাড়িবহর নিয়ে পটিয়ার শান্তিরহাটের জিরি মাদ্রাসা গেইট এলাকায় পৌঁছালে সড়কের দুই পাশ থেকে নারী পুরুষ জুতা নিক্ষেপ করতে থাকে। এ সময় সামশুল হক চৌধুরী সড়কে অবরুদ্ধ হয়ে পড়েন। তিনি একঘণ্টা অবরুদ্ধ ছিলেন। তার গাড়িতে থাকা পটিয়া উপজেলা আওয়ামী বিতর্কিত নেতা এম এজাজ চৌধুরীর বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতা “এজাজকে ইয়াবা সম্রাট” বলে শ্লোগান দিতে থাকেন।

একপর্যায়ে সামশুল হকের ভাই ফজলুল হক চৌধুরী প্রকাশ মহব্বতের মাথায় লাগে জুতা। তিনি গাড়ি থেকে নেমে পালানোর সময় মহব্বতকে ‘কান ধরে উঠ বস’ করান বিক্ষুদ্ধ জনতা।

এদিকে, হামলা ভাঙচুরের জন্য আওয়ামী লীগের প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীকে দায়ী করেছেন স্বতন্ত্র প্রার্থী সামশুল। বলেন, নির্বাচনে হেরে যাবার ভয়ে এসব করছেন নৌকার প্রার্থী।

সামশুল হকের ছেলে এবং প্রধান নির্বাচনী সমন্বয়ক নাজমুল করিম চৌধুরী শারুন বলেন, প্রচারণার গাড়িবহর নিয়ে শান্তির হাট বাজার অতিক্রম করছিলেন তারা। এ সময় নৌকা প্রতীকের স্লোগান দিয়ে ১৫-২০ জন হামলা ও ভাঙচুর চালায়। হামলায় তার চাচা মহব্বতের মাথা ফেটে যায়। গাড়ি থেকে নামিয়ে কর্মীদেরও মারধর করা হয়।

নৌকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক হারুনুর রশিদ বলেছেন, সেখানে তাদের কোনো কর্মী সমর্থক ছিল না। বিগত ১৫ বছর ওই  এলাকায় হুইপ ও তার ভাইয়েরা সাধারণ মানুষের ওপর নির্যাতন করায় তারা ক্ষুব্ধ হয়ে জুতা নিক্ষেপ করেছে।

এ বিষয়ে পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম বলেন, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর প্রচারনায় বাধাদানের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ