30 C
আবহাওয়া
৩:০৭ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৪
Bnanews24.com
Home » দেশে দেশে নববর্ষ উদযাপন

দেশে দেশে নববর্ষ উদযাপন


বিএনএ, বিশ্বডেস্ক : করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়াতে শুরু করলেও ২০২২ সালকে স্বাগত জানানোর প্রস্তুতি কিন্তু সব দেশে থেমে নেই৷ আতশবাজির জন্য উল্লেখযোগ্য ১০টি দেশের কথা থাকছে ছবিগুলোতে।

অস্ট্রেলিয়া

এক বছর বিরতির পর আবারও দর্শকদের উপস্থিতিতে আতশবাজির প্রদর্শনী করছে সিডনি৷ বরবরের মতো সিডনি অপেরা হাউস এবং হারবার ব্রিজের সামনে হবে এই আয়োজন৷ ৩০টি স্পট থেকে দেখা যাবে এই নয়নাভিরাম আলোর খেলা৷ তবে দেখতে হলে টিকিট কাটতে হবে আর টিকা নেয়া ব্যক্তিরাই কেবল সেই টিকিট পাবেন৷

সংযুক্ত আরব আমিরাত

করোনা সংক্র্রমণ বেড়ে যাওয়ায় আবু ধাবিতে আবার স্বাস্থ্যবিধির কঠোর প্রয়োগ শুরু হয়েছে৷ তবু নববর্ষকে স্বাগত জানানো হবে বিশেষ আনুষ্ঠানিকতায়৷ আবু ধাবির ল্যুভর মিউজিয়ামের সামনে হবে ডেভিড গ্যুয়েত্তার মিউজিক পারফর্ম্যান্স৷ এছাড়া দুবাই শহরের খলিফা টাওয়ারে হবে চিত্তাকর্ষক লেজার শো৷ দর্শনার্থীর সংখ্যা নির্দিষ্ট করেনি কর্তৃপক্ষ৷ তবে অনুষ্ঠান দেখতে হলে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে সবাইকে৷

রাশিয়া

রাজধানী মস্কোতেও করোনা পরিস্থিতি মনে রেখে রাখা হয়েছে নববর্ষকে স্বাগত জানানোর বিশেষ আনুষ্ঠানিকতা৷বরাবরের মতো এবারও সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে রেড স্কয়ারের আতশবাজি৷শহরের সব রেস্তোরাঁ আর নাইটক্লাবও খোলা থাকছে৷

চেক প্রজাতন্ত্র

চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে একসঙ্গে সর্বোচ্চ ৫০ জনকে আনন্দ করার অনুমতি দেয়া হয়েছে৷ বলা হয়েছে, কোনো রেস্তোরাঁয় এক টেবিলে চার জনের বেশি বসতে পারবে না৷ প্রাগে এবার কোনো আতশবাজি হবে না৷

জার্মানি

জার্মানিতেও করোনা সংক্রমণ বাড়ছে৷ তাই রাজধানী বার্লিনে ৩১ ডিসেম্বর রাতে কোনো আতশবাজি হবে না৷ ঘরের বাইরে সীমিত পরিসরে আনন্দ করা যাবে৷ একসঙ্গে সর্বোচ্চ দশজন মানুষ এক হয়ে নববর্ষকে স্বাগত জানাতে পারবেন৷

অস্ট্রিয়া

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে রাজধানী ভিয়েনার বার এবং রেস্তোরাঁর জন্য নৈশ আইন জারি করা হয়েছে৷ এবার কোনো আতশবাজিও হবে না৷তবে ভিয়েনা স্টেট অপেরা ঐতিহ্য মেনে ইয়োহান স্ট্রাউসের ‘দ্য ব্যাট’ মঞ্চস্থ করবে৷আরো কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ভিয়েনা শহরে৷

স্পেন

মাদ্রিদে কোনো স্বাস্থ্যবিধির কড়াকড়ি নেই৷ তাই আশা করা যায় নতুন বছরকে স্বাগত জানাতে পুয়ের্তা দেল সোল স্কয়ারে নামবে মানুষের ঢল৷নগর কর্তৃপক্ষ অবশ্য সর্বোচ্চ সাত হাজার মানুষের সমাবেশের অনুমতি দিয়েছে৷

ইংল্যান্ড

লন্ডনবাসী এবারও আতশবাজি উপভোগ করতে পারবেন না৷ করোনার কারণে ট্রাফালগার স্কয়ার এবং টেমস নদীর তীরের আতশবাজির আনুষ্ঠানিকতা টানা দ্বিতীয় বছরের মতো বাতিল করা হয়েছে৷

ব্রাজিল

রিও ডি জেনেইরোর আকাশ আতশবাজির আলোয় আলোকিত হবে৷ কোপাকাবানা সৈকতে তো বটেই, আরো নয়টি স্থানে থাকছে আতশবাজির আয়োজন।

যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের টাইম স্কয়ারে ২০২২ সালকে স্বাগত জানানোর আনন্দমেলা হবে৷ তবে টিকা নিয়েছেন এমন ব্যক্তিদেরই শুধু মাস্ক পরে যেতে বলা হয়েছে৷ সেখানে না গেলেও অবশ্য আনন্দে শরিক হওয়া যাবে, কারণ, পুরো আয়োজনই টেলিভিশনে এবং অনলাইনে সম্প্রচার করা হবে৷

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ