18 C
আবহাওয়া
৩:০৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » সিরাজগঞ্জে ভ্যানের ওপর বাস উল্টে পড়ে ৪ জনের মৃত্যু

সিরাজগঞ্জে ভ্যানের ওপর বাস উল্টে পড়ে ৪ জনের মৃত্যু

সিরাজগঞ্জে ভ্যানের ওপর বাস উল্টে পড়ে ৪ জনের মৃত্যু

বিএনএ,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের  সলঙ্গায় বাস উল্টে  একটি ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই নারীসহ চারজন নিহত হয়েছেন। শুক্রবার(৩১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের গোজা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১০ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, ন্যাশনাল ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস রাজশাহী থেকে ঢাকা যাবার পথে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের নিয়ন্ত্রণ হারায়। সড়কের গোঁজা ব্রিজ এলাকায় পৌঁছালে বাসটি ছিটকে পড়ে একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে এক নারীসহ চারজন মারা যান।

এদিকে ঘটনার খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ