25 C
আবহাওয়া
১:৩৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২


বিএনএ, টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি  সংঘর্ষে দুই জন মারা গেছে।  বুধবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এলেঙ্গায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– পিকআপের হেলপার ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার গড়পাড়া গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে শহিদুল ইসলাম (২২), বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মথুরাপুর গ্রামের এনামুলের ছেলে বায়েজিদ (২০)।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে বাসাবাড়ির আসবাবপত্র নিয়ে পিকআপ ভ্যানটি বগুড়ার দিকে যাচ্ছিল। এটি এলেঙ্গাতে পৌছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের হেলপারসহ দুই জন নিহত হন। এ ঘটনায় পিকআপ চালক আহত হন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ