বিএনএ, বিশ্বডেস্ক : স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। খবর বিবিসি।
বিবিসি জানিয়েছে, ভ্যালেন্সিয়া প্রদেশে কমপক্ষে ৯২ জন, কাস্টিল-লা মাঞ্চায় দুজন ও মালাগায় একজনের মৃত্যু হয়েছে।
জাতীয় আবহাওয়া সংস্থা এইএমইটির মতে, ভ্যালেন্সিয়ার নিকটবর্তী শহরগুলোর একটি চিভায় মঙ্গলবার মাত্র আট ঘণ্টার মধ্যে ব্যাপক বৃষ্টি হয়। ৪৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে, যা এক বছরের বৃষ্টিপাতের সমান।
প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বন্যার চরম পরিস্থিতি অব্যাহত থাকায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। সরকারের পক্ষে বলা হয়েছে, মৃতের সংখ্যা বাড়তে পারে। এখনও অনেক মানুষ নিখোঁজ।
উল্লেখ্য, ১৯৭৩ সালের পর এটি স্পেনের সবচেয়ে ভয়াবহ বন্যা বিপর্যয়। তখন বন্যায় দক্ষিণ-পূর্ব অঞ্চলে অন্তত ১৫০ জনের মৃত্যু হয়েছিল।
বিএনএনিউজ/এইচ.এম।/শাম্মী