14 C
আবহাওয়া
৩:৫১ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » মধ্যরাতে নোবিপ্রবিতে মিছিল

মধ্যরাতে নোবিপ্রবিতে মিছিল


বিএনএ, নোবিপ্রবি : শিক্ষা প্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষার্ষের শিক্ষার্থী মোস্তফা তারেক সিয়ামের মৃত্যুতে মেডিকেল ও পরিবহন পুলের গাফিলতি নিয়ে মধ্যে রাতে উত্তাল হয়ে উঠে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

বুধবার (৩০ অক্টোবর) রাত ১১.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীরা সারা ক্যাম্পাসে মিছিল করে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়।  এসময় শিক্ষার্থীদের নানা শ্লোগানে উত্তাল হয়ে উঠে পুরো বিশ্ববিদ্যালয়।

এর আগে বুধবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তারেক সিয়াম বুকে ব্যাথা অনুভব করলে তার সহপাঠীরা অ্যাম্বুলেন্স কল করে কিন্তু প্রায় ৭ হাজার শিক্ষার্থীর জন্য থাকা একমাত্র অ্যাম্বুলেন্সটি মেরামতের জন্য ঢাকা নেওয়া হয়েছে বলে জানা যায়। শিক্ষার্থীদের দাবি কেন্দ্রীয় মেডিকেল সেন্টারে অক্সিজেন সাপ্লাইয়ের অভাব ও সঠিক সময়ে হাসপাতালে না নেওয়ার জন্যই মৃত্যু হয়েছে মোস্তফা তারেক সিয়ামের।

এসময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার ও পরিবহন পুলের সেবার মান নিয়ে প্রশ্ন তুলে  বিক্ষোভ করে এবং  ৬ দফা দাবি উত্থাপন করে।

দাবি সমূহ :

১-তারেক সিয়ামের মৃত্যুকে কেন্দ্র করে মেডিকেল সেন্টার ও পরিবহনপুলকে দায় নিয়ে প্রশাসনিক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করতে হবে।

২- মেডিকেল সেন্টার ও অ্যাম্বুলেন্স সার্ভিস পরিপূর্ণ করতে হবে। তিনটি ইমারজেন্সি অ্যাম্বুলেন্স ও সার্বক্ষণিক দুইজন এমবিবিএস ডাক্তার থাকতে হবে।

৩-সর্বপ্রকারের ওষুধ মজুদ রাখতে হবে।

৪- প্রত্যেক হলে ফার্স্ট এইড এবং অগ্নিনির্বাপক যন্ত্র রাখতে হবে।

৫- দোষী মেডিকেল অফিসার তার বক্তব্যে প্রকাশ্যে জবাবদিহিতা ও ক্ষমা চাইতে হবে এবং বিচারের ব্যবস্থা করতে হবে।

৬- মাইজদী হাসপাতাল রোড সাত দিনের মধ্যে মেরামত করতে হবে।

বিএনএনিউজ/শাফি/এইচ.এম।/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ