24 C
আবহাওয়া
২:৪৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » কৃষি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

কৃষি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

কৃষি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিএনএ,গাজীপুর:গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) ছাত্রাবাসের জন্য নির্মাণাধীন ভবনের ৮ তলা থেকে পড়ে ফরহাদ হোসেন (২১) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।নিহত ফরহাদ হোসেন নীলফামারীর ডোমার উপজেলার গোসাইগঞ্জ ডাঙ্গাপাড়া গ্রামের রহিম ইসলামের ছেলে।

রোববার (৩১ অক্টোবর) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম।

তিনি জানান, রোববার দুপুরে কৃষিবিশ্ববিদ্যালয় নির্মাণাধীন নতুন ছাত্রাবাসের অষ্টম তলায় সাটারিংয়ের কাজ করার সময় ফরহাদ পা পিছলে নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিএনএ/এম. এস. রুকন,ওজি

Loading


শিরোনাম বিএনএ