বিএনএ,স্পোর্টসডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের গ্রুপ টু এর নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়ে দলীয় বোলিং নৈপূন্যে ৭ উইকেট তুলে নিয়ে ১১০ রানে থামিয়ে দেয় নিউজিল্যান্ড।রোববার( ৩১ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক স্টেড়িয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।
টস হেরে ব্যাট করতে নামে ঈশান কিষাণ ও কেএল রাহুল। ১১ রানের মাথায় ঈশানকে ফিরায় ট্রেন্ট বোল্ট। এরপর রোহিত ও রাহুলের জুঁটি বড় করতে দেয়নি ইশ শৌধি। পাওয়ার প্লে শেষ হবার আগের বলে রোহিতকে ফিরিয়ে ২৪ রানের জুঁটি ভাঙ্গে এই লেগ স্পিনার। বিরাট কোহলি নেমে ৯ রান করলে তাকেও ফেরান এই স্পিনার।
দলীয় ৭০ রানের মাথায় বিপজ্জনক হয়ে ওঠা পান্থকে ক্লিন বোল্ড করে সাজঘরে পাঠায় অ্যাডাম মিলনে।পঞ্চম উইকেটের এই জুঁটি থেকে আসে ২২ রান।
ঊনিশতম ওভার করতে এসে প্রথম বলে হার্ডিক এবং চতুর্থ বলে শারদুল ঠাকুরকে শিকার করে নিজের তৃতীয় উইকেট তুলে নেন ট্রেন্ট বোল্ট। দলীয় রান তখন ৭ উইকেটে ৯৯ । শেষে জাদেজার ১৯ বলে ২ চার ও ১ ছক্কায় ২৬ রান করলে ১১০ রান সংগ্রহ করে কোহলির দল।
সংক্ষিপ্ত স্কোর :
ভারত ইনিংস : ২০ ওভার ১১০/৭ ( রাহুল ১৮,রোহিত ১৪,হার্ডিক পান্ডিয়া ২৩ , জাদেজা ২৬,,ট্রেন্ট বোল্ট ২০/৩,ইশ শৌধি ১৭/২)
বিএনএ/এমএম